পিএসসির ৭ টি পরীক্ষার ইন্টারভিউ তারিখ প্রকাশ হল, কল লেটার কবে পাবেন?
পিএসসির পরীক্ষার ইন্টারভিউ তারিখ ও কল লেটার ডাউনলোডের তারিখ প্রকাশ।
অনেক চাকুরী প্রার্থী বন্ধুরা পিএসসির ইন্টারভিউ ডাক পেয়েছেন এবং কবে সেই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তার জন্য অপেক্ষা করছেন। চিন্তা করবেন না, সম্প্রতি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ৭ টি পরীক্ষার ইন্টারভিউ তারিখ প্রকাশ করল।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন [ WBPSC] বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াও করে থাকে। সারা বছর কোন না কোন চাকরির ইন্টারভিউ জন্য অপেক্ষা করে থাকেন প্রার্থীরা। সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ইন্টারভিউ [ WBPSC Interview] ২০২৪ তারিখ ও কল লেটার প্রকাশ হয়েছে।
এই নিবন্ধে আমি পিএসসি ৬টি চাকরির পরীক্ষার ইন্টারভিউ কবে হবে এবং সেইসাথে কল লেটার কবে থেকে ডাউনলোড করতে পারবেন সবকিছু নিয়ে বিষয়ে আলোচনা করব -
পদের নাম ও ইন্টারভিউ তারিখ
👉পদের নাম: Assistant Director of Agriculture in West Bengal Agricultural Service. New
বিজ্ঞপ্তি নং: 05/2023
ইন্টারভিউ তারিখ: ২০ জানুয়ারি, ২০২৪
কল লেটার ডাউনলোড: ১৩ জানুয়ারি, ২০২৪
নোটিস ডাউনলোড: ক্লিক করুন
👉পদের নাম: Assistant Professor in Physics for General Degree Colleges in W.B.E.S.New
বিজ্ঞপ্তি নং: 29[1(xviii)]/2019
ইন্টারভিউ তারিখ: ২০, ২১ ও ২২ জানুয়ারি, ২০২৪
নোটিস ডাউনলোড: ক্লিক করুন
👉পদের নাম: Assistant Professor in Commerce for General Degree Colleges in W.B.E.S.
বিজ্ঞপ্তি নং: 29[1(iv)]/2019
ইন্টারভিউ তারিখ: ১৬ ও ১৭ জানুয়ারি, ২০২৪
কললেটার ডাউনলোড: ৮ জানুয়ারি
👉পদের নাম: Assistant Professor in Mathematics for General Degree Colleges
বিজ্ঞপ্তি নং:29[1(xiii)]/2019
ইন্টারভিউ তারিখ: ১৯ ও ২২ জানুয়ারি, ২০২৪
কল লেটার ডাউনলোড: ১১ জানুয়ারি।
👉পদের নাম: Assistant Professor in Geology for General Degree Colleges
বিজ্ঞপ্তি নং: 29[1(x)]/2019
ইন্টারভিউ তারিখ: ৫ ও ৬ ফেব্রুয়ারি, ২০২৪
কল লেটার ডাউনলোড: ২৯ জানুয়ারি।
👉পদের নাম: Assistant Professor in Civil Engineering
বিজ্ঞপ্তি নং:7(II)/2021
ইন্টারভিউ তারিখ: ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি, ২০২৪
👉পদের নাম: Assistant Professor in Electrical Engineering
বিজ্ঞপ্তি নং: 7(IV)/2021
ইন্টারভিউ তারিখ:30th, 31st January, 2024 & 1st February, 2024
👉পদের নাম: Assistant Professor in Electronics &
Communication Engineering
বিজ্ঞপ্তি নং:7(V)/2021
ইন্টারভিউ তারিখ:29th, 30th & 31st January, 2024
👉পদের নাম: Assistant Professor in Mechanical Engineering
বিজ্ঞপ্তি নং: 7(VIII)/2021
ইন্টারভিউ তারিখ: 5th, 6th, 7th & 8th February, 2024
পিএসসি ইন্টারভিউ তে কি কি নিয়ে যেতে হবে?
অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে প্রতিটা যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ এর সময় তার অরিজিনাল সমস্ত সার্টিফিকেট ও সেই সাথে সেল্ফ অ্যাটেস্টেড করা কপি নিয়ে যেতে হবে।২ কপি পাসপোর্ট সাইজের ফটো ও সাথে থাকবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি নিচ থেকে ডাউনলোড করে নিন।
প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - ক্লিক করুন
Official Notice 1: Click Here
Official notice 2: Click Here
Official Website: www.wbpsc.gov.in