মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা নিরাপত্তা পরিষধের
Admin - May 01, 2019 -
India, ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব
মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা নিরাপত্তা পরিষধের
Today Bengali News : অবশেষে কুটনৈতিক সাফল্য পেল ভারত। আজ রাস্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা করল। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন চাপের কাছে কিছুটা হলেও দমে গেল চীন।
প্রসঙ্গত জয়েস -ই - মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আহাজার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা করার বার বার আর্জি জানিয়েছে ভারত নিরাপত্তা পরিষদে। পুলওয়ামায় ঘটা জঙ্গি আক্রমের পর সেই সুর আরও চড়িয়েছে ভারত। ভারতের সাথে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন থাকলেও চীন বরাবর বাধা দিয়েছে। কিন্তু আজ সেই বাধা তুলে নিল চীন। ভারতীয় সময় ৬.১৫ ভারতের রাস্ট্রদূত সেই খবর অফিসিয়ালি প্রকাশ করেছে।
বি:দ্র : পোস্টটি নীচে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন এখুনি।
Today Bengali News : অবশেষে কুটনৈতিক সাফল্য পেল ভারত। আজ রাস্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা করল। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন চাপের কাছে কিছুটা হলেও দমে গেল চীন।
প্রসঙ্গত জয়েস -ই - মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আহাজার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনা করার বার বার আর্জি জানিয়েছে ভারত নিরাপত্তা পরিষদে। পুলওয়ামায় ঘটা জঙ্গি আক্রমের পর সেই সুর আরও চড়িয়েছে ভারত। ভারতের সাথে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন থাকলেও চীন বরাবর বাধা দিয়েছে। কিন্তু আজ সেই বাধা তুলে নিল চীন। ভারতীয় সময় ৬.১৫ ভারতের রাস্ট্রদূত সেই খবর অফিসিয়ালি প্রকাশ করেছে।
বি:দ্র : পোস্টটি নীচে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন এখুনি।