রাজ্যের পঞ্চম দফার ভোটে, কোনো বুথে থাকবে না রাজ্যের পুলিশ
Admin - May 01, 2019 -
Loksabha Election 2019, ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
রাজ্যের পঞ্চম দফার ভোটে, কোনো বুথে থাকবে না রাজ্যের পুলিশ
Today Bengali News : আগামী ৬ মে সারা দেশ জুড়ে পঞ্চম দফার লোকসভা ভোট[ Lokshaba Election]। আর রাজ্যের পঞ্চম দফার ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মোট ৫৭৮ কোম্পানীর বাহিনী মোতায়ন করা হবে। কোনো বুথেই নিরাপত্তার দায়িত্বে রাজ্যের পুলিশ কে রাখা হবে না।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, আরিজ আফতাবের সাথে বৈঠক করে কমিশনের [ Election Commission] বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান। এমন কি ভোটার দের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
Today Bengali News : আগামী ৬ মে সারা দেশ জুড়ে পঞ্চম দফার লোকসভা ভোট[ Lokshaba Election]। আর রাজ্যের পঞ্চম দফার ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। মোট ৫৭৮ কোম্পানীর বাহিনী মোতায়ন করা হবে। কোনো বুথেই নিরাপত্তার দায়িত্বে রাজ্যের পুলিশ কে রাখা হবে না।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, আরিজ আফতাবের সাথে বৈঠক করে কমিশনের [ Election Commission] বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান। এমন কি ভোটার দের মনোবল বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।