Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

OMG! ব্রাজিলের ব্যাস্ত রাস্তা পার হচ্ছে ভয়ঙ্কর বড় অ্যানাকন্ডা ( ভাইরাল ভিডিও)

Admin - May 01, 2019 - Viral, Viral Video, ব্রেকিং নিউজ, ভাইরাল ভিডিও
OMG! ব্রাজিলের ব্যাস্ত রাস্তা পার হচ্ছে ভয়ঙ্কর বড় অ্যানাকন্ডা ( ভাইরাল ভিডিও) 


Today Bengali News : 'অ্যানাকন্ডা' সিরিজের সিনেমা তো আপনারা সবাই দেখেছেন। সেই হাড়হিম করা প্রতি মুহর্তের অ্যাডভেঞ্চারে আপনার সারা শরীরে কাঁটা দিয়ে উঠে আর ব্রাজিলের অ্যানাকন্ডা সম্পর্কে উৎসাহ তৈরী করে। কিন্তু এটা সিনেমা নয়, সত্যি ঘটনা ঘটল দিনে দুপুরে। ব্রাজিলের ব্যস্ত ট্রাফির রাস্তায় উপর অ্যানাকন্ডা। ধীরে ধীরে রাস্তা ক্রশ করছে।

স্থানীয়দের মতে, এটি গ্রিন অ্যানাকন্ডা যারা ওজন প্রায় ৩০ কেজি হবে। এবং লম্বা ৩ মিটারের বেশি। এই ভাইরাল ভিডিও প্রথমে শেয়ার করেছে, ইটালো ন্যাসিমেন্টো ফার্নান্ডেজ।  পর্তো ভেলো শহরের ব্যস্ত রাস্তার এত বড় অ্যানাকন্ডার ধীরে ধীরে রাস্তা পার হওয়ার ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল। ব্রাজিলের এক স্থানীয় পেপারে বিশেষজ্ঞ দের মত, সম্ভবত খাদ্যের সন্ধানে রাস্তায় এসে পড়েছে অ্যানাকন্ডা। পোস্ট টি শেয়ার করুন। 
ভিডিও টি দেখুন :