Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ফেসবুক মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্যে কত খরচ করে? জানলে অবাক হবেন

Admin - April 13, 2019 - Facebook, Social Tech, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
ফেসবুক  মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্যে কত খরচ করে? জানলে অবাক হবেন


ফেসবুক  মার্ক জুকারবার্গে


Today Bengali News : ফেসবুক [ Facebook] , তার চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গের [ CEO Mark Jukerberg]  নিরাপত্তার জন্যে ২০১৮ সালে ২২.৬ মিলিয়ন ডলার খরচ করেছে, এমনই একটি তথ্য ফেসবুক প্রকাশ করল গতকাল।

জুকারবার্গ গত তিন বছর ধরে ১ ডলার  বেস স্যালারি হিসেবে বেতন নিচ্ছেন। কিন্তু তিনি  অন্য খাতে পান ২২.৬ মিলিয়ন মার্কিন ডলার, যেটির সবটাই তার নিরাপত্তার জন্যে ব্যয় করা হয়।
এক তথ্য অনুসারে ৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে গত বছর জুকারবার্গ এবং তার ফ্যামিলির নিরপত্তার ব্যয় ২০ মিলিয়ন ডলার করা হয় এবং ২.৬ মিলিয়ন খরচ করা হয়,তার প্রাইভেট জেট ও সমগ্র সিকিউরিটি সিস্টেমের জন্যে।

আরও পড়ুন আজকের সেরা হেডলাইন গুলি 13.042019

গত কয়েক বছর ধরে ফেসবুক [ Facebook ] নানা ধরনের সমস্যায় মধ্যে পড়েছে। বিশেষ করে ইউজার দের তথ্য চুরি হয়ে যাওয়া নিয়ে বার বার প্রশ্নের সন্মুখে পড়তে হয়েছে তাকে। মিলেছে হুমকি। তাই স্বাভাবিক কারনেই, মার্ক জুকারবার্গের নিরপত্তা কে আরও বাড়িয়ে দিয়েছে ফেসবুক।