Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

'পারলে আমাকেও বদলি করো! বিজেপির কথায় চলছে কমিশন' চিঠি মুখ্যমন্ত্রীর

Admin - April 07, 2019 - ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
'পারলে আমাকেও বদলি করো! বিজেপির কথায় চলছে কমিশন' চিঠি মুখ্যমন্ত্রীর





Today Bengali News : কলকাতা, বিধাননগরের দুই কমিশনার সহ,  বীরভূম ও ডায়মন্ড হারবারের সিনিয়র পুলিশ অফিসার কে সরানোর জন্যে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। " বিজেপির নির্দিশে এই সিদ্ধান্ত হয়েছে। বদলি করে দিক, বিজেপি সব বদলি করে দিক। পারলে আমাকেও বদলি করো! বদলি করে যাদের আনবে, তারও তো আমাদের অফিসার, আমি দেখে নেব।   "  তার ক্ষোভে ভরা একটি চিঠি কমিশনের কাছে পৌঁছে গেছে, সেটি কমিশনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। চিঠিতে তার ক্ষোভ প্রকাশের সাথে সাথে, সিদ্ধান্ত টি আবার পুর্নবিবেচনা করে দেখতে বলা হয়েছে।

আরও পড়ুন  ভারতীয় ফুটবল থেকে নাম তুলে নিতে যাচ্ছে আই লীগ চাম্পিয়নরা

নির্বাচন কমিশনের এই বদলির সিদ্ধান্তে এদিন তিনি সরাসরি প্রশ্ন তোলেন,  এর ফলে যদি আইন শৃঙ্খলার প্রশ্ন ওঠে, তার দায় কে নেবে? কলকাতা ও বিধান নগর এলাকায় নানা ধর্ম, বর্নের মানুষ বসবাস করে। সিনিয়র অফিসাররা  এলাকা সম্পর্কে যতেষ্ট ওয়াকিবহল ছিলেন। কমিশনের এই পদক্ষেপ অগনতান্ত্রিক ও পক্ষপাতমূলক।