'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের- Today Bengali News
Admin - April 23, 2019 -
West Bengal, ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের
Today Bengali News : পুলওয়ামার জঙ্গি হামলা কে প্রসঙ্গ করে এদিন শ্যামপুকুরের জনসভা থেকে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের [ Mamata Banerjee] বিরুদ্ধে তোপ দাগলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। পুলওয়মার জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর, ১৩ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। কিন্তু এই এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধী দল গুলি বার বার প্রশ্ন তুলেছে, এবং সঠিক প্রমান চেয়েছে।
এদিন জনসভা থেকে সেই প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ' আপনারাই বলুন, বালাকোট এয়ার স্ট্রাইক যোগ্য জবাব কিনা! বিজেপি জঙ্গিদের যোগ্য জবাব ই দেয়। আর বিরোধি দল গুলি জঙ্গি দের সাথে আলোচনায় বসতে চায়। আপনাদের দিদি জঙ্গি দের সাথে 'ইলু ইলু' করছেন। "
এদিন প্রায় আধ ঘন্টা ধরে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, একসময় বাংলা সবাই কে দিশা দেখাত, এখন সেই বাংলা মাফিফারাজ ও সিন্ডিকেট রাজে ভরে গেছে। এছাড়া NRC প্রসঙ্গে তিনি বলেন, NRC শুধু বাংলা তে হবে না, সারা দেশে হবে। এবং এটি নিয়ে ভীতির কোনো কারন ও নেই।
তবে অমিত শাহের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল।
আরও পড়ুন : 'চৌকিদার চোর হ্যায়', সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী
Today Bengali News : পুলওয়ামার জঙ্গি হামলা কে প্রসঙ্গ করে এদিন শ্যামপুকুরের জনসভা থেকে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের [ Mamata Banerjee] বিরুদ্ধে তোপ দাগলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। পুলওয়মার জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর, ১৩ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। কিন্তু এই এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধী দল গুলি বার বার প্রশ্ন তুলেছে, এবং সঠিক প্রমান চেয়েছে।
Today Bengali News
এদিন জনসভা থেকে সেই প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ' আপনারাই বলুন, বালাকোট এয়ার স্ট্রাইক যোগ্য জবাব কিনা! বিজেপি জঙ্গিদের যোগ্য জবাব ই দেয়। আর বিরোধি দল গুলি জঙ্গি দের সাথে আলোচনায় বসতে চায়। আপনাদের দিদি জঙ্গি দের সাথে 'ইলু ইলু' করছেন। "
এদিন প্রায় আধ ঘন্টা ধরে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, একসময় বাংলা সবাই কে দিশা দেখাত, এখন সেই বাংলা মাফিফারাজ ও সিন্ডিকেট রাজে ভরে গেছে। এছাড়া NRC প্রসঙ্গে তিনি বলেন, NRC শুধু বাংলা তে হবে না, সারা দেশে হবে। এবং এটি নিয়ে ভীতির কোনো কারন ও নেই।
তবে অমিত শাহের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল।
আরও পড়ুন : 'চৌকিদার চোর হ্যায়', সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী