Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আকাশ ছোঁয়া! ভারতরের সবথেকে উঁচু বিল্ডিং হল কলকাতায়, কোথায় জানেন?

Admin - April 16, 2019 - India, West Bengal, দেশের নিউজ, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
আকাশ ছোঁয়া! ভারতরের সবথেকে উঁচু বিল্ডিং হল কলকাতায়, কোথায় জানেন?


ভারতরের সবথেকে উঁচু বিল্ডিং হল কলকাতায়



Today Bengali News : ভারতের সবথেকে উঁচু বিল্ডিং' এখন কলকাতায়। ২৬৮ মিটার উচ্চতার এই বিল্ডিং দেশের মধ্যে সবথেকে বেশী উচ্চতার বিল্ডিং [The  Longest Building in India] হিসেবে নির্বাচিত হয়েছে। ' ৪২ চৌরঙ্গী'  জে এন রোডের পাশেই নির্মিত ৬৫ ফ্লোরের এই বিল্ডিং যেটি দক্ষিন মুম্বাইয়ের [ Mumbai] এতদিনের উচ্চতম বিল্ডিং কে পিছনে ফেলে দিয়েছে। টাটা সেন্টার ও জীবন সুধার মাঝে  এই দীর্ঘকায় বিল্ডিং' টি অবস্থিত, যেটি ২০০৮ সালে নির্মানের প্রস্তাব করা হয়। হুগলী নদীর পিছনে, ময়দানের পাশেই আকাশ ছোঁয়া এই বিল্ডিং। এই বিল্ডিং' টি তৈরী করেছে মানি গ্রুপ [ Money Group], সত্তভ গ্রুপ, ডায়মন্ড গ্রুপ [Diamond Group]এবং অ্যালকোভ রিয়েলিটি।

আরও পড়ুন Jio দিচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ফ্রী, আপনি কি পেলেন?

এর পর কলকাতার দ্বিতীয় উচ্চতম বিল্ডিং টি হল 'Urbana' যেটি ই এম বাইপাশের কাছে অবস্থিত। এর উচ্চতা ১৬৭.৬ মিটার।
বি:দ্র: শেয়ার করুন নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে।