Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কেরালার দশম শ্রেনীর মেয়ে ঘোড়া চালিয়ে পরীক্ষা দিতে গেল - ভাইরাল ভিডিও

Admin - April 10, 2019 - Breaking News, Viral Video, ব্রেকিং নিউজ, ভাইরাল ভিডিও
কেরালার দশম শ্রেনীর মেয়ে ঘোড়া চালিয়ে  পরীক্ষা দিতে  গেল  - ভাইরাল ভিডিও




Today Bengali News : রোডের উপর দিয় দুরত্ব গতিতে ছুটে যাচ্ছে ঘোড়া( Horse Riding) , তার পিঠের উপর স্কুল পোষাকে একটা মেয়ে দড়ি ঘরে আছে। পিঠে স্কুল তার স্কুল ব্যাগ। হ্যাঁ, এরকমই ঘটনা ঘটল কেরালা রাজ্যের, ত্রিশুর জেলায়। সেই ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট হতেই, মুহুর্তের মধ্যে ভাইরাল।

পরে মেয়েটির কাছে সাংবাদিক পৌঁছালে, সে জানায় তার ঘোড়ায় চড়ে পরীক্ষা দিতে যাওয়ার কারন। মেয়েটির নাম কৃষ্ণা। ত্রিশুর জেলার একটি স্কুলে দশম শ্রেনীর ছাত্রী সে। সে জানায়, " আমি প্রতিদিন ঘোড়ায় চড়ে স্কুলে যাই না। শুধুমাত্র স্পেশাল ডে তে আমি ঘোড়ায় চলে স্কুলে যাই। আর কাল ছিল আমার দশম শ্রেনীর বোর্ড পরীক্ষার শেষ দিন।"

আরও পড়ুন আজকের সেরা হেডলাইন গুলি

কৃষ্ণা ঘোড়ার পিঠে চেপে যতেষ্ট জোর গতিতে পথ চলতি ঘোড়া চালাচ্ছিল। একটি মেয়ের এরকম সাহসিকতা দেখে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা তাকে পুরষ্কৃত করেছে।

কৃষ্ণা আরও জানিয়েছে, সে সপ্তম শ্রেনী পড়তে পড়তে ঘোড়া চালানো শিখেছে তার বাবার কাছ থেকে। সে এখন দক্ষ ঘোড়সাওয়ার। তাই ঘোড়া চালিয়ে স্পেশাল ডে গুলিতে স্কুলে আসে।  ভিডিও টি দেখুন -