Jio কে টেক্কা দিতে ২৫ গুন বেশী ডেটা দিচ্ছে BSNL, নতুন ধামাকা
Admin - April 26, 2019 -
BSNL, Telecom Offer, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
Jio কে টেক্কা দিতে ২৫ গুন বেশী ডেটা দিচ্ছে BSNL, নতুন ধামাকা
Today Bengali News : Jio কে টেক্কা দিতে নতুন ধামাকা নিয়ে এর ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এ। আগের প্লান গুলোর থেকে এবার ২৫ গুন বেশি ডেটা দেবে BSNL.
BSNL এর ৩৫ টাকা, ও ৫৩ টাকা প্লানে আগে ইউজার রা পেত ২০০ MB ও ২৫০ MB ডেটা। এবার সেগুলো ডেটা ২৫ গুন বেশি পাওয়া যাবে। ৩৫ টাকায় পাওয়া যাবে ৫ জিবি ডেটা এবং তার বৈধতা ৫ দিন। তবে এই প্লানের সাথে কল ও এসএমএস এর সুবিধা পাবেনা।
আর ৫৩ টাকায় পাওয়া যাবে ৮ জিবি ডেটা যার বৈধতা থাকবে ১৪ দিন। এছাড়া Jio এর ৩৯৯/- টাকার প্লান কে টেক্কা দিতে BSNL এনেছে ৩৯৫/- টাকার প্লান। যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ও আনলিমিটেড ভয়েস কল, SMS পাবেন। এবং দিল্লি ও মুম্বাই সার্কেল ছাড়া সব জায়গায় রোমিং সুবিধা পাবেন। আর এর ভ্যালিডিটি থাকবে ৭১ দিন।
প্রসঙ্গত, Jio এর ৩৯৯/- টাকা প্লানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ভয়েস কলের সুবিধা পাওয়া যায় যারা বৈধতা ৮৪ দিন।
Today Bengali News : Jio কে টেক্কা দিতে নতুন ধামাকা নিয়ে এর ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এ। আগের প্লান গুলোর থেকে এবার ২৫ গুন বেশি ডেটা দেবে BSNL.
BSNL এর ৩৫ টাকা, ও ৫৩ টাকা প্লানে আগে ইউজার রা পেত ২০০ MB ও ২৫০ MB ডেটা। এবার সেগুলো ডেটা ২৫ গুন বেশি পাওয়া যাবে। ৩৫ টাকায় পাওয়া যাবে ৫ জিবি ডেটা এবং তার বৈধতা ৫ দিন। তবে এই প্লানের সাথে কল ও এসএমএস এর সুবিধা পাবেনা।
আর ৫৩ টাকায় পাওয়া যাবে ৮ জিবি ডেটা যার বৈধতা থাকবে ১৪ দিন। এছাড়া Jio এর ৩৯৯/- টাকার প্লান কে টেক্কা দিতে BSNL এনেছে ৩৯৫/- টাকার প্লান। যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ও আনলিমিটেড ভয়েস কল, SMS পাবেন। এবং দিল্লি ও মুম্বাই সার্কেল ছাড়া সব জায়গায় রোমিং সুবিধা পাবেন। আর এর ভ্যালিডিটি থাকবে ৭১ দিন।
প্রসঙ্গত, Jio এর ৩৯৯/- টাকা প্লানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ভয়েস কলের সুবিধা পাওয়া যায় যারা বৈধতা ৮৪ দিন।
বি:দ্র : পোস্ট টি শেয়ার করুন বন্ধুদের।