Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

'একটাও অংকের ক্লাস হয়নি, কি করে পরীক্ষা দেব আমরা?' দাড়িভিট স্কুলে অংক পরীক্ষা বয়কট

Admin - April 29, 2019 - West Bengal, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
'একটাও অংকের ক্লাস হয়নি, কি করে পরীক্ষা দেব আমরা?' দাড়িভিট স্কুলে অংক পরীক্ষা বয়কট


দাড়িভিট স্কুলে



Today Bengali News : ছাত্র - পুলিশ সংর্ঘষ, ছাত্র মৃত্যুর পর ও শিক্ষক নিয়োগের কোনো সমাধান হয় নি দাড়িভিট স্কুলে। তাই শিক্ষক নিয়োগের দাবিতে ফের দাড়িভিট স্কুলে নবম শ্রেনীর ছাত্র-ছাত্রী রা অংক পরীক্ষা বয়কট করল। এদিন নবম শ্রেনীর অঙ্ক পরীক্ষা ছিল। ১২৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পরীক্ষা হল থেকে প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে এসে গেটের কাছে বিক্ষোভ দেখায়।


উল্লেখ্য, ছাত্র-ছাত্রী দের পরীক্ষার বয়কট করার পরই, শিক্ষাদপ্তর ও প্রশাশন কে জানায় স্কুল কতৃপক্ষ। কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয় নি। ছাত্র- ছাত্রীদের দাবি, নতুন সেশনের শুরুতে অংক শিক্ষক না থাকার কারনে, তাদের কোনো অংক ক্লাস হয়নি। কিভাবে পরীক্ষা দেবে তারা?

স্কুলে ১২০০০ ছাত্র-ছাত্রী অথচ, ১৪ জন স্থায়ী ও ৫ জন প্যারা টিচার। ছাত্র- পুলিশ সংর্ঘষের পর থেকে স্কুলে বিজ্ঞান ও অংকের ক্লাস হয় একটিও হয়নি। স্কুল কতৃপক্ষ, থেকে প্রাক্তন ছাত্র বা আসে পাশের যারা বিজ্ঞান নিয়ে স্নাতক বা কলেছে পড়ছে, তাদের সাহয্য নিতে চাইছে।
আরও পড়ুন রাজ্যের তিনটি বুথে ফের ভোট ২৯ শে এপ্রিল