Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পরীক্ষায় ভাষা পরিবর্তনের সুযোগ দিল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ( RRB)

Admin - April 24, 2019 - RRB, এডুকেসন, ব্রেকিং নিউজ
পরীক্ষায় ভাষা পরিবর্তনের সুযোগ দিল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ( RRB)




Today Bengali News :  RRB অফিসিয়াল নোটিসের মাধ্যমে জানিয়েছে, যারা CEN 03/2019 বিজ্ঞপ্তি পদের জন্যে অর্থাৎ মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটিগরির বিভিন্ন পোস্টের জন্যে আবেদন করেছিলেন, তারা তাদের পরীক্ষার ভাষা পরিবর্তন করতে পারবে।

যারা ফর্ম ফিলাপের সময় তাদের পরীক্ষার ভাষা সিলেক্ট [ Railway Recruitment] করেন নি, বা যারা পরীক্ষার ভাষা পরিবর্তন করতে চান তারা আজ সকাল ১০ টা থেকে  01/05/2019 তারিখের রাত ১২ টার  মধ্যে তাদের পরীক্ষার  ভাষা মোডিফায়েড করতে পারবে। এর পর আর কোনোও সুযোগ দেওয়া হবে না। ভাষা পরিবর্তন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।  পোস্ট টি আপনার বন্ধুদের সাথে নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন।

ভাষা পরিবর্তনের লিঙ্কhttps://kolkata.rrbonlinereg.in/changelanguage.html