ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন
Admin - April 11, 2019 -
ট্রেন্ডিং লোকসভা ভোট, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন
Today Bengali News : শুরু হয়ে গেল গনতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন ( Lok Shaba Election 2019)। আজ থেকে নির্বাচন চলবে ১৯ মে অবধি। ভোট দেওয়া নাগরিকদের প্রাথমিক অধিকার। কিন্তু আপনার নাম ভোটার তালিকায় আছে তো? কোনো কারনে বাদ পড়ে যায় নি তো! চিন্তার কারন নেই, নিজেই অনলাইনে দেখে নিন, আপনার নাম ভোটার তালিকায় [Voter List] আছে কিনা ।
অনলাইনে ভোটার তালিকায় নিজের নাম কিভাবে দেখবেন?
EPIC নম্বর ব্যবহার করে কিভাবে দেখবেন?
EPIC নম্বর ছাড়া আপনার ডিটেইলস দিয়ে কিভাবে দেখবেন?
মনে রাখবেন, ভোটার কার্ডে যে নামের বানান আছে, সেই বানান দিয়ে সার্চ করতে হবে। নইলে সার্চ রেজাল্টে আপনার নাম নাও আসতে পারে। এছাড়া আপনি EPIC নম্বর ব্যবহার করতে পারেন।
বি:দ্র : গুরুত্বপূর্ন পোস্টটি নীচের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন।
Today Bengali News : শুরু হয়ে গেল গনতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন ( Lok Shaba Election 2019)। আজ থেকে নির্বাচন চলবে ১৯ মে অবধি। ভোট দেওয়া নাগরিকদের প্রাথমিক অধিকার। কিন্তু আপনার নাম ভোটার তালিকায় আছে তো? কোনো কারনে বাদ পড়ে যায় নি তো! চিন্তার কারন নেই, নিজেই অনলাইনে দেখে নিন, আপনার নাম ভোটার তালিকায় [Voter List] আছে কিনা ।
অনলাইনে ভোটার তালিকায় নিজের নাম কিভাবে দেখবেন?
- প্রথমে আপনাকে যেতে হবে ন্যাসেনাল ভোটার সার্ভিস পোর্টালে ( NVPS)। তারপর নির্বাচনী সার্চ পেজে ক্লিক করবেন। ক্লিক করুন এখানে।
- এবার আপনি দুটি উপায়ে আপনার নাম চেক করতে পারবেন। EPIC অর্থাৎ ইলেক্ট্রোরাল ফোটো আইডি নাম্বার ব্যবহার করে অথবা, আপনার নাম ও ডিটেইলস দিয়ে।
EPIC নম্বর ব্যবহার করে কিভাবে দেখবেন?
- NVSP ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করুন।
- 'Search By EPIC No. ' সিলেক্ট করুন।
- আপনার EPIC নম্বর বসিয়ে ড্রপ ডাউন মেনু থেকে আপনার রাজ্য সিলেক্ট করে ' সার্চ' বাটনে প্রেস করুন।
- আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে, তবে দেখতে পাবেন। আর যদি না থাকে তাহলে কোনো কিছু দেখাবে না।
EPIC নম্বর ছাড়া আপনার ডিটেইলস দিয়ে কিভাবে দেখবেন?
- NVSP ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করুন।
- 'Search By Details' সিলেক্ট করুন।
- আপনার নিজের নাম, বয়স, লিঙ্গ, বিধানসভা সহ, আরও কিছু তথ্য যেগুলি চাইছে, সেগুলো দিন। তারপর 'Search' বাটনে ক্লিক করুন।
- ভোটার তালিকায় নিজের নাম থাকলে আপনি, এখানে নাম দেখতে পাবেন। আর তালিকায় না থাকলে, কিছু দেখাবে না।
মনে রাখবেন, ভোটার কার্ডে যে নামের বানান আছে, সেই বানান দিয়ে সার্চ করতে হবে। নইলে সার্চ রেজাল্টে আপনার নাম নাও আসতে পারে। এছাড়া আপনি EPIC নম্বর ব্যবহার করতে পারেন।
বি:দ্র : গুরুত্বপূর্ন পোস্টটি নীচের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন।