মাসুদ কে ব্যান করতে চাপ বাড়াল আমেরিকা,ব্রিটেন ও ফ্রান্স, অনড় চীন
Admin - April 12, 2019 -
World, ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব
মাসুদ কে ব্যান করতে চাপ বাড়াল আমেরিকা,ব্রিটেন ও ফ্রান্স, বিপাকে চীন
Today Bengali News : পুলওয়ামা জঙ্গি হামলার অন্যতম প্রধান সংগঠন জইশ - ই- মহম্মদের প্রধান মাসুদ আজাহার কে নিষিদ্ধ করতে এবার তিন দেশ একসাথে চাপবাড়াল। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন এক সাথে মাসুদের উপর চীনের আপত্তি তুলে নিতে 'আলটিমেটাম' দিল চীন কে।
দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছে চীন কে, মাসুদ কে ব্যান করা থেকে চীনের আপত্তি তুলে নিতে। নইলে রাস্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে চীনের বিপক্ষেই তারা তিন দেশ মিলে আরেকটি প্রস্তাব আনবে। এক সূত্রের দাবি ২৩ শে এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন
তিন দেশের এই সিদ্ধান্তে, বিপাকে চীন। আমেরিকার এই পদক্ষেপ কে 'খারাপ দৃষ্টান্ত' বলে সমালোচনা করেছে বেজিং। তবে তাদের থেকে এখনও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
Today Bengali News : পুলওয়ামা জঙ্গি হামলার অন্যতম প্রধান সংগঠন জইশ - ই- মহম্মদের প্রধান মাসুদ আজাহার কে নিষিদ্ধ করতে এবার তিন দেশ একসাথে চাপবাড়াল। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন এক সাথে মাসুদের উপর চীনের আপত্তি তুলে নিতে 'আলটিমেটাম' দিল চীন কে।
দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছে চীন কে, মাসুদ কে ব্যান করা থেকে চীনের আপত্তি তুলে নিতে। নইলে রাস্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে চীনের বিপক্ষেই তারা তিন দেশ মিলে আরেকটি প্রস্তাব আনবে। এক সূত্রের দাবি ২৩ শে এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন
তিন দেশের এই সিদ্ধান্তে, বিপাকে চীন। আমেরিকার এই পদক্ষেপ কে 'খারাপ দৃষ্টান্ত' বলে সমালোচনা করেছে বেজিং। তবে তাদের থেকে এখনও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।