Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি

Admin - April 23, 2019 - India, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি


 Lucknow University
Lucknow University


Today Bengali News :  প্রতিটি জাল মার্কশিট পিছু,  ১ থেকে ৩ লাখ টাকা করে নিতেন। আর তাতেই মাত্র ৮ বছরে ৫০ কোটি টাকার সম্পত্তির মালিক উত্তর প্রদেশের কিরোধান প্রসাদ নামে এক ব্যক্তি। লখনও বিশ্ববিধ্যালয়ের [ Lucknow University ]  জাল সার্টিফেকেট বিক্রি করত সে। তদন্তকারী অফিসার রা, জানায় ঐ ব্যক্তির ৩৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬৮ লক্ষ টাকা জমা আছে। ২০ টি ফ্ল্যাট আছে, সারা উত্তরপ্রদেশ জুড়ে। এছাড়া আছে ১২ টি বিলাসবহুল বাড়ি।

২০১২ সালে লখনও এর কল্যানপুরে ছোট্ট একটি বাড়ি ছিল তার। তারপর এক এক করে ২০ টি ফ্ল্যার্ট কেনে। ২০০৩ সালে লখনও বিশ্ববিদ্যালয়ে লোয়ায় ডিভিশন ক্লার্কের চাকরী করত সে। এবং তখনই জাল মার্কশিট দেওয়ার জন্যে ৩ বছরের জেল ও চাকরী চলে যায় তার। এরপর জেল থেকে ফিরে আরও বড় চক্র খুলে বসে সে।  মোটা টাকা নিয়ে জাল মার্কশিট দেওয়ার,  জাল ছড়িয়ে ফেলে উত্তরপ্রদেশে।