গতবারের কোন কোন তৃনমূল মন্ত্রীরা, এবার প্রার্থী হচ্ছেন না?
Admin - March 12, 2019 -
ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
গতবারের কোন কোন তৃনমূল মন্ত্রীরা, এবার প্রার্থী হচ্ছেন না?
টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভা ভোটে তৃনমূলের প্রার্থী ঘোষনা শুরু হয়ে গেছে। এবারের প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে। কিছু চেনা, পোড় খাওয়া রাজনৈতিক নেতা রা এবার ভোটে দাঁড়াচ্ছেন না।
মাননীয় মুখ্যমন্ত্রী, সভার শুরুতেই ঘোষনা করলেন, গত বারের কয়েক জন প্রার্থী দলের প্রয়োজনে এবার ভোটে দাঁড়াচ্ছেন না। এঁরা হলেন - সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন, ইদ্রিশ আলি, সুব্রত বক্সি।
তিনি শুরুতে আরও জানান, এবার প্রায় ৪১% মহিলা প্রার্থী আছে, তৃনমূল থেকে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : " শান্তি পুর্ন নির্বাচন চাই " আজ সর্বদলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
আরও পড়ুন : সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভা ভোটে তৃনমূলের প্রার্থী ঘোষনা শুরু হয়ে গেছে। এবারের প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে। কিছু চেনা, পোড় খাওয়া রাজনৈতিক নেতা রা এবার ভোটে দাঁড়াচ্ছেন না।
মাননীয় মুখ্যমন্ত্রী, সভার শুরুতেই ঘোষনা করলেন, গত বারের কয়েক জন প্রার্থী দলের প্রয়োজনে এবার ভোটে দাঁড়াচ্ছেন না। এঁরা হলেন - সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন, ইদ্রিশ আলি, সুব্রত বক্সি।
তিনি শুরুতে আরও জানান, এবার প্রায় ৪১% মহিলা প্রার্থী আছে, তৃনমূল থেকে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : " শান্তি পুর্ন নির্বাচন চাই " আজ সর্বদলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
আরও পড়ুন : সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের