Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ফের জঙ্গী আক্রমন, নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষন, খতম ১ জঙ্গী

Admin - March 07, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
ফের জঙ্গী আক্রমন, নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষন,  খতম ১ জঙ্গী




টু'ডে বেঙ্গলি নিউজ : পুলওয়ামার পর আবার হান্ডাওয়ারা তে জঙ্গী রা আক্রমন করল। কিন্তু এবার তার যোগ্য জবাব দিতে ভুলল না ভারতের নিরাপত্তা রক্ষী বাহিনী। বৃহস্পতি সকালে নিরপত্তা রক্ষী বাহিনীর গুলিতে ১ জঙ্গী খতম হয়েছে বলে জানা গেছে।

এনকাউন্টার অপারেশনে প্রচুর অস্ত্রসস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে, হান্ডাওয়ারা এলাকা থেকে। এমনকি হ্যান্ডওয়ারা ও কুপওয়ারা এলাকা থেকে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এনকাউন্টার অপারেশন এখনও চলছে ।

আরও পড়ুন "পাকিস্তানে নেই জইশের অস্তিত্ব", জইশ-ই-মহম্মদ নিয়ে ফের পাকিস্তানের ডিগবাজি

আরও পড়ুন নিদেশ দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন