Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম

Admin - March 09, 2019 - ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন,  এসে গেল নতুন সিস্টেম


সিমকার্ড ছাড়াই কথা


টু'ডে বেঙ্গলি নিউজ : অবাক হলেন তো! সিমকার্ড ছাড়াই এবার কল করতে পারবেন।  সেটি হবে ইন্টারনেটের মাধ্যমে। তবে অপরপ্রান্তের ব্যক্তির ইন্টারনেট না থাকলেও চলবে। বাজারে এল বিএসএনএল এর নতুন প্রযুক্তি ' উইংস'।  বিএসএনএল এর পক্ষ থেকে বলা হয়েছে,  এই দেশে এখনও এই প্রযুক্তি আসেনি।

শুধু মোবাইলে নয়,  এর মাধ্যমে আপনি ল্যান্ড লাইনেও কথা বলতে পারবেন। এই প্রকল্প জনপ্রিয় করার জন্যে বিনা মূল্যে ১ মাস পরিষেবা দেওয়ার কথা ঘোষনা করল তারা।

বিএসএনএল কর্তাদের মতে, দের অধিকাংশ এক্সচেঞ্জ পুরানো পদ্ধতি, তাই নেক্সট জেনারেশন নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে। সেই পরি কাঠামো ব্যবহার করে এই সিস্টেম আনল বিএসএনএল।

এই সুবিধা পাওয়ার জন্যে মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে রাখতে হবে। এবং তার ও ১০ সংখ্যার একটি নাম্বার পাবেন। আর সেই অ্যাপ থেকেই ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে পারবে সবার। আপনি যে নেটওয়ার্কের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন না কেন, এই অ্যাপ ব্যবহার করতে সমস্য হবে না। এই সার্ভিসে সরকারী কর্মী ও ছাত্র-ছাত্রী দের জন্যে থাকছে নানা রকম ছাড়।  
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

 অনান্য নিউজ : 

আরও পড়ুন মহিলা বনকর্মীদের জন্যে সুখবর! রাজ্য দিচ্ছে স্কুটি

আরও পড়ুন "বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার

আরও পড়ুন নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী

আরও পড়ুন ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের

আরও পড়ুন "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা