অবশেষে ২৯ দিনের মাথায়, অনশন তুলে নিল SSC প্রার্থীরা -Today Bengali News
Admin - March 28, 2019 -
এডুকেসন, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
অবশেষে ২৯ দিনের মাথায়, অনশন তুলে নিল SSC প্রার্থীরা
Today Bengali News : অবশেষে ২৯ দিনের মাথায় মুখ্য মন্ত্রীর হস্তক্ষেপে অনশন প্রত্যাহার করল চাকুরী প্রার্থীরা। ৫ কমিটির সদস্যের সাথে আজ বৈঠকে, খুশি প্রার্থীরা এবং বিকাশ ভবনে বৈঠকের শেষে, তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সাময়িক প্রত্যাহার। জুন মাস পর্যন্ত এই অনশন স্থগিত থাকবে। তারপর সরকার যদি তাদের দাবি না রাখে, আবার অনশন শুরু হবে।
প্রসঙ্গত গত বুধবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এবং সাথে ৫ সদস্যের কমিটি ও গঠন করে দেওয়া হয়েছে। আজ কমিটির সাথে বৈঠক হয় অনশনরত প্রার্থীদের। এবং এই বৈঠকে প্রার্থীরা খুশি, সেটা জানিয়েছে। বৈঠকে প্রার্থীদের সব দাবী পেশ করা হয়। ১ সপ্তাহের মধ্যে সেই সমস্ত দাবী খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। এবং তারপর আবার আবার আলোচনায় বসা হবে বলে জানানো হয়েছে। এবং নিয়োগে স্বচ্ছতা আনা হবে সেই আশ্বাস ও দেওয়া হয়েছে।
Today Bengali News : অবশেষে ২৯ দিনের মাথায় মুখ্য মন্ত্রীর হস্তক্ষেপে অনশন প্রত্যাহার করল চাকুরী প্রার্থীরা। ৫ কমিটির সদস্যের সাথে আজ বৈঠকে, খুশি প্রার্থীরা এবং বিকাশ ভবনে বৈঠকের শেষে, তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সাময়িক প্রত্যাহার। জুন মাস পর্যন্ত এই অনশন স্থগিত থাকবে। তারপর সরকার যদি তাদের দাবি না রাখে, আবার অনশন শুরু হবে।
প্রসঙ্গত গত বুধবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এবং সাথে ৫ সদস্যের কমিটি ও গঠন করে দেওয়া হয়েছে। আজ কমিটির সাথে বৈঠক হয় অনশনরত প্রার্থীদের। এবং এই বৈঠকে প্রার্থীরা খুশি, সেটা জানিয়েছে। বৈঠকে প্রার্থীদের সব দাবী পেশ করা হয়। ১ সপ্তাহের মধ্যে সেই সমস্ত দাবী খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। এবং তারপর আবার আবার আলোচনায় বসা হবে বলে জানানো হয়েছে। এবং নিয়োগে স্বচ্ছতা আনা হবে সেই আশ্বাস ও দেওয়া হয়েছে।