SSC ইস্যুতে জট কাটতে চলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, সমস্ত রিপোর্ট চাইলেন তিনি
Admin - March 25, 2019 -
এডুকেসন, ব্রেকিং নিউজ
SSC ইস্যুতে জট কাটতে চলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, সমস্ত রিপোর্ট চাইলেন তিনি
Today Bengali News : অবশেষে ২৬ দিনের মাথায় SSC বিষয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়ক সমস্ত রিপোর্ট জানতে চেয়েছেন। এবং তার দপ্তরে সে গুলি যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিতে বলেছেন। ইতি মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক রা বৈঠকে বসেছেন। এবং এই SSC অনশন প্রসঙ্গে তাদের কি বক্তব্য সেটিও রিপোর্টে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, SSC চাকরীর দাবিতে টানা ২৬ দিন ধরে অনশন করে চলেছে প্রার্থীরা। এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অবশেষে আজ মুখ্যমন্ত্রী তথা, মুখ্যমন্ত্রীর দপ্তর রিপোর্ট চেয়েছে শিক্ষা দপ্তরের কাছে।
এই খবর অনশন কারীদের খুশির খবর একটা। কারন মুখ্যমন্ত্রী রাজ্যের অবিভাবক। এই খবর শোনার পর, অনশনকারী দের পক্ষ থেকে ইনশান আলী বলেন, ' তিনিই আমাদের অবিভাবক, তিনিই দেখবেন আমাদের। যত তাড়াতাড়ি সম্ভব বিষয় টি মেটালে খুশি হব।'
Today Bengali News : অবশেষে ২৬ দিনের মাথায় SSC বিষয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়ক সমস্ত রিপোর্ট জানতে চেয়েছেন। এবং তার দপ্তরে সে গুলি যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিতে বলেছেন। ইতি মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক রা বৈঠকে বসেছেন। এবং এই SSC অনশন প্রসঙ্গে তাদের কি বক্তব্য সেটিও রিপোর্টে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, SSC চাকরীর দাবিতে টানা ২৬ দিন ধরে অনশন করে চলেছে প্রার্থীরা। এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অবশেষে আজ মুখ্যমন্ত্রী তথা, মুখ্যমন্ত্রীর দপ্তর রিপোর্ট চেয়েছে শিক্ষা দপ্তরের কাছে।
এই খবর অনশন কারীদের খুশির খবর একটা। কারন মুখ্যমন্ত্রী রাজ্যের অবিভাবক। এই খবর শোনার পর, অনশনকারী দের পক্ষ থেকে ইনশান আলী বলেন, ' তিনিই আমাদের অবিভাবক, তিনিই দেখবেন আমাদের। যত তাড়াতাড়ি সম্ভব বিষয় টি মেটালে খুশি হব।'