অনশনরত SSC চাকরী প্রার্থীদের পাশে এবার কবি শঙ্খ ঘোষ, বিশিষ্টরা
Admin - March 18, 2019 -
এডুকেসন, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
অনশনরত SSC চাকরী প্রার্থীদের পাশে এবার কবি শঙ্খ ঘোষ, বিশিষ্টরা
টু'ডে বেঙ্গলি নিউজ : গত ১৮ দিন ধরে রোদ-বৃষ্টিতে ভিজে অনশন করে যাচ্ছেন, SSC প্রার্থীরা। তাদের দাবি 'শূন্যপদ আপডেট' না করার কারনে, তাদের চাকরী হচ্ছে না। এবার অনশনকারী প্রার্থীদের পাশে দাঁড়ালেন শঙ্খ ঘোষ, মিরাতুন নাহার প্রমুখরা।
অনশনকারী দের তরফ থেকে কবি শঙ্খ ঘোষের সাথে দেখা করা হয়। তিনি তাদের কথা শুনে কেঁদে ফেলেন। তিনি আশ্বাস দেন, তাদের কথা সরকারের কাছে তুলে ধরবেন।SSC যুব ছাত্র অধিকার মঞ্চের প্যাডে লিখেছেন, 'রোদ ঝড় বৃষ্টিতে জনা পঞ্চাশেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শহরের কেন্দ্রস্থলে সবারই চোখের সামনে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, তার জন্যে রাজ্য বাসী হিসেবে লজ্জা হওয়া উচিত।' আরেকটি খোলা চিঠিতে মীরাতুন নাহার জানান, চাকরী প্রার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
প্রায় ৪০০ জন প্রার্থীরা অনশন করছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, কাউন্সিলিং চলছে। ধাপে ধাপে সবটাই হবে। এবং এটিও বলেছেন ওয়েটিং লিস্টে থাকা সবাই চাকরী নাও পেতে পারে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন : ক্রাইস্টচার্চ মৃতদের শ্রদ্ধা জানাতে 'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড বাসীরা (ভিডিও)
আরও পড়ুন : কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন
টু'ডে বেঙ্গলি নিউজ : গত ১৮ দিন ধরে রোদ-বৃষ্টিতে ভিজে অনশন করে যাচ্ছেন, SSC প্রার্থীরা। তাদের দাবি 'শূন্যপদ আপডেট' না করার কারনে, তাদের চাকরী হচ্ছে না। এবার অনশনকারী প্রার্থীদের পাশে দাঁড়ালেন শঙ্খ ঘোষ, মিরাতুন নাহার প্রমুখরা।
অনশনকারী দের তরফ থেকে কবি শঙ্খ ঘোষের সাথে দেখা করা হয়। তিনি তাদের কথা শুনে কেঁদে ফেলেন। তিনি আশ্বাস দেন, তাদের কথা সরকারের কাছে তুলে ধরবেন।SSC যুব ছাত্র অধিকার মঞ্চের প্যাডে লিখেছেন, 'রোদ ঝড় বৃষ্টিতে জনা পঞ্চাশেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শহরের কেন্দ্রস্থলে সবারই চোখের সামনে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, তার জন্যে রাজ্য বাসী হিসেবে লজ্জা হওয়া উচিত।' আরেকটি খোলা চিঠিতে মীরাতুন নাহার জানান, চাকরী প্রার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
প্রায় ৪০০ জন প্রার্থীরা অনশন করছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, কাউন্সিলিং চলছে। ধাপে ধাপে সবটাই হবে। এবং এটিও বলেছেন ওয়েটিং লিস্টে থাকা সবাই চাকরী নাও পেতে পারে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন : ক্রাইস্টচার্চ মৃতদের শ্রদ্ধা জানাতে 'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড বাসীরা (ভিডিও)
আরও পড়ুন : কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন