Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রমেন রায় চৌধূরী

Admin - March 19, 2019 - ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রমেন রায় চৌধূরী


রমেন রায় চৌধূরী


টু'ডে বেঙ্গলি নিউজ : ক্যান্সারের কাছে হার মেনে,  শেষ পর্যন্ত চলে গেলেন টলিউডের জনপ্রিয় এক অভিনেতা রমেন রায় চৌধূরী। ৭৫ বছরের এই অভিনেতা বেশ কিছু সময় ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত গত মঙ্গল বার ভোর রাতে নিজের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ক্যানসার ছাড়া তার কিডনির সমস্যাও ছিল। তার মৃত্যুতে টলিউড শোকস্তব্দ। অনেক বড় বড় টলিউডের পরিচালকের সাথে কাজ করেছেন তিনি। এছাড়া সর্বদা নাটকে অভিনয় করতে ভালোবাসতেন। টেলিভিশনের ছোট পর্দায় ও ছিলেন সমান ভাবে জনপ্রিয়।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন  এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন  শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ