Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অবশেষে, হাফিজ সইদের টেরর গ্রুপ ' জামাত-উদ-দায়া কে ব্যান করল পাকিস্তান

Admin - March 06, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক
অবশেষে, হাফিজ সইদের টেরর গ্রুপ ' জামাত-উদ-দায়া কে ব্যান করল পাকিস্তান





টু'ডে বেঙ্গলি নিউজ : অবশেষে পাকিস্তান হাফিজ সঈদের জঙ্গী সংগঠন জামাত - উদ - দায়া ও তার সহযোগী ফালাহ-ই-ইনসানিয়ত- ফাউন্ডেশন কে আনুষ্টানিক ভাবে নিষিদ্ধ করল। এই তথ্য পাকিস্তানের মন্ত্রনালয় থেকে এসেছে। পাকিস্তানে ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।

 আরও পড়ুন ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি


জাতীয় কাউন্টার সন্ত্রাসবাদ কতৃপক্ষের বিজ্ঞপ্তি দিয়ে ৭০ টি নিষিদ্ধ সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। সেখানে ৫ ই মার্চ, ২০১৯ তারিখে এই দুই' জঙ্গী সংগঠনের নাম আপডেট করা হয়েছে।
কিন্তু সেই চার্ট নিয়ে বগ বড় ভারতীয় মিডিয়ার সন্দেহ আছে।

অনেক কিছুর পর, পাকিস্তান কতৃক এই পদক্ষেপ টি আসে। এই মধ্যে ২১ ফ্রেব্রুয়ারী পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ফলে ভারত চাপ বাড়াতে শুরু করে।  অবশেষে পাকিস্তানের এই সিদ্ধান্ত।

 আরও পড়ুন অভিনন্দন বর্তমানের কাহিনি এবার পাঠ্যসূচী তে অর্ন্তভুক্ত হবে, কোন রাজ্যে?

 আরও পড়ুন বিরাট কোহেলির আবার বিশ্বরেকর্ড, নতুন পালক যুক্ত হল তার মুকুটে