Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতের আকাশে ফের পাকিস্তানের ড্রোন , ধ্বংশ করল ভারতের বায়ু সেনা

Admin - March 04, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক
ভারতের আকাশে ফের পাকিস্তানের ড্রোন ,  ধ্বংশ করল ভারতের বায়ু সেনা




টু'ডে বেঙ্গলি নিউজ : কচ্ছের পর আবার বিকানের! আজ সকাল ১১.৩০ নাগাদ ভারতের ভূখন্ডে প্রবেশ করে পাক ড্রোন। সাথে সাথেই ভারতের বায়ুসেনা এলার্ট হয়ে যায়। এবং ভারতের ভূখন্ডে ড্রোন প্রবেশ করতে তাকে খেপনাস্ত্র দিয়ে ধ্বংশ করে বায়ু সেনা।

 আরও পড়ুন : উরি'র পর বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েও এবার সিনেমা আসছে বলিউডে

এর  আগে ভারতের কচ্ছে,  আকাশে দেখা গিয়েছিল পাকিস্তান ড্রোন, আবার আজ বিকানির এলাকায় পাকিস্তানের ড্রোন ভারতে প্রবেশ করল। এবং সাথে সাথে ভারতের বায়ুসেনা ধ্বংশ করে ফেলল সেটি কে। কিন্তু কি কারনে,  ভারতের আকাশে পাকিস্তানের ড্রোন, তার কোনো কারন এখনও জানা যায়নি। তবে ভারতের বায়ুসেনা কে সব সময় হাই এলার্ট থাকতে বলা হয়েছে।

 আরও পড়ুন : ভারতের মিরাজ না, পাকিস্তানের F- 16 কে, বেশি শক্তিশালী?