এবার লোকসভা ভোটে নুসরত জাহান ও মিমি চক্রবর্তী প্রার্থী তৃনমূলের
Admin - March 12, 2019 -
ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
এবার লোকসভা ভোটে নুসরত জাহান ও মিমি চক্রবর্তী প্রার্থী তৃনমূলের
টু'ডে বেঙ্গলি নিউজ : আজ বিকেল সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠকে রাজ্যের ৪২ টি আসন সহ, বাইরের কিছু রাজ্যের প্রার্থীর নাম ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় এবারও বড় চমক দিলেন। গত বারের মন্ত্রীদের মধ্যে থেকে কিছু পোড় খাওয়া নেতা এবার ভোটে দাঁড়ালেন না। এদের মধ্যে সুব্রত বক্সী, সুগত বসু, ইদ্রিশ আলী, উমা সোরেন, এছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায় ও আছেন।
কিন্তু এবার বড় চমক হল, প্রার্থী হলেন টলিউডের অভিনেত্রী, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হলেন নুসরত জাহান এবং যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হলেন মিমি চক্রবর্তী। প্রসঙ্গত, যদিও এবারের প্রার্থী তালিকায় তিনি, রাজনৈতিক নেতা দের অগ্রাধিকার দিয়েছেন বেশী।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : ভোটের জন্যে কি SSC নিয়োগ বন্ধ থাকবে? কি বলল কমিশন?
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
টু'ডে বেঙ্গলি নিউজ : আজ বিকেল সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠকে রাজ্যের ৪২ টি আসন সহ, বাইরের কিছু রাজ্যের প্রার্থীর নাম ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় এবারও বড় চমক দিলেন। গত বারের মন্ত্রীদের মধ্যে থেকে কিছু পোড় খাওয়া নেতা এবার ভোটে দাঁড়ালেন না। এদের মধ্যে সুব্রত বক্সী, সুগত বসু, ইদ্রিশ আলী, উমা সোরেন, এছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায় ও আছেন।
কিন্তু এবার বড় চমক হল, প্রার্থী হলেন টলিউডের অভিনেত্রী, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হলেন নুসরত জাহান এবং যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হলেন মিমি চক্রবর্তী। প্রসঙ্গত, যদিও এবারের প্রার্থী তালিকায় তিনি, রাজনৈতিক নেতা দের অগ্রাধিকার দিয়েছেন বেশী।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : ভোটের জন্যে কি SSC নিয়োগ বন্ধ থাকবে? কি বলল কমিশন?
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
![](https://4.bp.blogspot.com/-EW5M1UMXRfQ/WsTldeXnDeI/AAAAAAAAFwg/5vP3RVfUo14wJ8gZtDrOdr4ORbkIjYAKgCLcBGAs/s60/iris-tips-cmt-2.png)