সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
Admin - March 05, 2019 -
ট্রেন্ডিং সোশ্যাল টেক
সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
টু'ডে বেঙ্গলি নিউজ : এবার থেকে হোয়াটঅ্যাপের চ্যাট কেউ দেখতে পাবে না। নির্দিষ্ট চ্যাট কে লুকিয়ে রাখতে হোয়াটঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। তবে এটি এখন আইফোনে এসেছে। এবং অ্যান্ড্রয়েডে পরীক্ষা মূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষৎ এ এটি অ্যান্ড্রয়েডেও যুক্ত হবে বলে আশা করা যায়। এই নতুন ফিচারে টাচ আইডি ও ফেস আইডি কোনো চ্যাট অপেন করা যাবে।
আরও পড়ুন : সরকারি কর্মচারী দের জন্যে ঝাঁ চকচকে ফ্লাট দেবে রাজ্য সরকার।
এই বায়োমেট্রিক সুরক্ষা ব্যবস্থার কারনে, আপনার সম্মতি ছাড়া, অন্যকেউ আপনার চ্যাট খুলতে পারবে না।তবে বর্তমানে অ্যান্ড্রয়েডে 'আর্কাইভ' এর মাধ্যমে চ্যাট লুকিয়ে রাখা যায় স্ক্রিন থেকে। কিন্তু মেসেজ এলেই, সেই মুহুর্তে চ্যাট টি ফিরে আসে।
আরও পড়ুন : ফের পুলওয়ামায় জঙ্গী আক্রমন, বোমা মেরে বাড়ি ওড়াল ভারতীয় সেনা
কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট আর্কাইব করবেন -
১। হোয়াটঅ্যাপ ওপেন করুন।
২। যে চ্যাট টি আর্কাইভ করতে চান, সেটি সিলেক্ট করুন ও হোল্ড করুন।
৩। উপরের সবুজ বারে, আর্কাইব অপশন পাবেন।
টু'ডে বেঙ্গলি নিউজ : এবার থেকে হোয়াটঅ্যাপের চ্যাট কেউ দেখতে পাবে না। নির্দিষ্ট চ্যাট কে লুকিয়ে রাখতে হোয়াটঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। তবে এটি এখন আইফোনে এসেছে। এবং অ্যান্ড্রয়েডে পরীক্ষা মূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষৎ এ এটি অ্যান্ড্রয়েডেও যুক্ত হবে বলে আশা করা যায়। এই নতুন ফিচারে টাচ আইডি ও ফেস আইডি কোনো চ্যাট অপেন করা যাবে।
আরও পড়ুন : সরকারি কর্মচারী দের জন্যে ঝাঁ চকচকে ফ্লাট দেবে রাজ্য সরকার।
এই বায়োমেট্রিক সুরক্ষা ব্যবস্থার কারনে, আপনার সম্মতি ছাড়া, অন্যকেউ আপনার চ্যাট খুলতে পারবে না।তবে বর্তমানে অ্যান্ড্রয়েডে 'আর্কাইভ' এর মাধ্যমে চ্যাট লুকিয়ে রাখা যায় স্ক্রিন থেকে। কিন্তু মেসেজ এলেই, সেই মুহুর্তে চ্যাট টি ফিরে আসে।
আরও পড়ুন : ফের পুলওয়ামায় জঙ্গী আক্রমন, বোমা মেরে বাড়ি ওড়াল ভারতীয় সেনা
কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট আর্কাইব করবেন -
১। হোয়াটঅ্যাপ ওপেন করুন।
২। যে চ্যাট টি আর্কাইভ করতে চান, সেটি সিলেক্ট করুন ও হোল্ড করুন।
৩। উপরের সবুজ বারে, আর্কাইব অপশন পাবেন।