Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে, দেখে নিন

Admin - March 22, 2019 - টেকনোলজি, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে, দেখে নিন


হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার


Today Bengali News :  নতুন নতুন ফিচারের জন্যে,  সমস্ত মেসেজিং অ্যাপ কে পিছনে ফেলে ইউজার দের কাছে দারুন ভাবে জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ [Whatsapp]। এবার হোয়াটসঅ্যাপের কিছু জনপ্রিয় ফিচার যুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জারে। কিছু দিন আগে মেসেঞ্জারে যুক্ত হয়েছিল, ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার ফিচার। যেটি আগে মেসেঞ্জারে ছিল না। আবার এই নতুন আপডেটে মেসেঞ্জারে যুক্ত হল হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার।  ' কোট এবং রিপ্লাই' ফিচার।  এটি আবার কি?

আপনি হোয়াটসঅ্যাপে দেখে থাকবেন, আপনার বন্ধুর পাঠানো কোনো একটি নির্দিষ্ট মেসেজের রিপ্লাই আপনি দিতে পারেন। এর ফলে সে বুঝতে পারে, যে তার এই বক্তব্যের জন্যে এই রিপ্লাই' এসেছে। এই সুবিধা মেসেঞ্জারে পাওয়া যেত না এতদিন। দুই ইউজার এত তাড়াতাড়ি রিপ্লাই করত, তার জন্যে বোঝায় যেত না, কোনো মেসেজের কি রিপ্লাই আসছে। ফলে কাপলদের মধ্যে ঝামেলার শেষ ছিল না!  এবার থেকে হোয়াটসঅ্যাপ এর এই দুর্দান্ত ফিচার টি মেসেঞ্জারে পাবেন। কোনো নির্দিষ্টি মেসেজ কে সিলেক্ট করে, তার রিপ্লাই দিতে পারবেন।

এই সুবিধা পাওয়ার জন্যে আপনাকে এখুনি মেসেঞ্জার টি কে লেটেস্ট ভার্সানে আপডেট করাতে হবে।