Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মৃত্যুর হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম

Admin - March 15, 2019 - ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব
মৃত্যুর হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম


বাংলাদেশ ক্রিকেট টিম



টু'ডে বেঙ্গলি নিউজ : অল্পের জন্যে বন্দুকবাজের গুলি থেকে রক্ষা পেল বাংলাদেশ টিম। আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এর মসজিদে ঢুকে বন্দুকবাজ রা গুলি চালায়। সূত্র অনুযায়ী,  ২ জন বন্দুকবাজ মসজিদে ঢুকে ৫০ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে অনেকেই মারা যায় বলে খবর। এরপর তারা বাইরে বেরিয়ে এসে রাস্তায় মুসলিম দের উপর আক্রমন করে।শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশ টিম ম্যানেজারের কথায়, তারা আজ শুক্রবারে ওই বাসে করে বেশীর ভাগ ক্রিকেটার নওমাজ পড়তে যাচ্ছিলেন ওই মসজিদে। মসজিদ থেকে প্রায় ৫০ গজ দুরে তাদের বাস যখন যায়, তখন দেখেন, চারিদিকে মানুষ ছুটোছুটি করছে, রক্ত পড়ে আছে রাস্তায়। তার কথায়, যদি আর ৩-৪ মিনিট আগে ওই মসজিদে ঢুকে যেতেন, তাহলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। এই ঘটনায় ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে। এবং সম্ভবত বাংলাদেশ টিম দেশে ফিরবে।

এই ঘটনায় একজন কে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, এবং বলেন,  নিউজিল্যান্ডের ইতিহাসে এটি একটি কালো দিন।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী