লন্ডনে গ্রেফতার হলেন নীরব মোদী, বেল মিলল না - জেলে থাকার নির্দেশ
Admin - March 20, 2019 -
দেশের নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব
লন্ডনে গ্রেফতার হলেন নীরব মোদী, বেল মিলল না - জেলে থাকার নির্দেশ
Today Bengali News : যেমন কথা, তেমন কাজ! এক দিনের মধ্যে লন্ডন পুলিশ গ্রেপ্তার করল নীরব মোদীকে । তাকে ওয়েস্ট মিনিস্টার কোর্টে আজ পেশ করা হয়। 'বেল' পাওয়ার জন্যে আবেদন করেন নীরব মোদী। কিন্তু বেল খারিজ করে দেয় লন্ডন ওয়েস্ট মিনিস্টার কোর্ট। এবং পরবর্তী শুনানি হবে ২৯ শে মার্চ। আর এই তারিখ পর্যন্ত তাকে লন্ডন পুলিশ হেফাজতে রাখা হবে।
প্রসঙ্গত, নীরব মোদী গত বছর পাঞ্জাব ন্যাশেন্যাল ব্যাঙ্ক থেকে ১৩০০০ কোটি টাকা নিয়ে লন্ডনে পালিয়ে যায়। তারপর সেখানে হীরের ব্যাবসা শুরু করে। গত সপ্তাহেন নীরব মোদী কে লন্ডনের রাস্তায় দেখা যায় হাসি মুখে। এর পরেই ভারতের আলোচনায়, নড়ে চড়ে বসে ব্রিটেন সরকার। লন্ডন আদালত তাড়াতাড়ি নির্দেশ দেয় তাকে গ্রেপ্তারের। অবশেষে আজ গ্রেপ্তার হয় নীরব মোদী।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন : শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ