Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতের মিরাজ না, পাকিস্তানের F- 16 কে, বেশি শক্তিশালী?

Admin - March 04, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
ভারতের মিরাজ না, পাকিস্তানের F- 16 কে, বেশি শক্তিশালী? 




টু'ডে বেঙ্গলি নিউজ : পুলওয়ামায় জঙ্গী হানায় ভারতের সেনা জওয়ান শহীদ হওয়ার পর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে তিনটি জঙ্গী ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতের বায়ুসেনা। এই সন্ত্রাসদমনে বিমান মিরাজ - ২০০০ গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এর পরই পাকিস্তান F-16 বিমান নিয়ে আকাশ সীমা লঙ্ঘন করে। কিন্তু তা সাফল্যের সাথে প্রতিহত করে ভারতের বায়ুসেনা।

আরও পড়ুন : মিগ যুদ্ধ বিমান ধ্বংসের আগে শেষ রেডিও মেসেজে কি বলেছিলেন অভিনন্দন


এবার জেনে নিন, ভারতের মিরাজ - ২০০০, না পাকিস্তানের F-16 বেশি শক্তিশালী -

মিরাজ হল এক ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। এর সব্বোর্চ গতিবেগ ঘন্টায় ২৩৩৬ কিমি এবং সর্বনিন্ম ১১১০ কিমি। অন্যদিকে F- 16 হল এক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক যুদ্ধ বিমান। এর গতিবেগ ঘন্টায় ২৪১৪ কিমি।


মিরাজ -২০০০ বিমানে রয়েছে দুটি ৩০ মিমি ডেফা ৫৫৪ ক্যানন রিভালবার। যা এয়ার টু এয়ার হামলা চালাতে সাহয্য করে। এছাড়া এয়ার টু সারফেস আঘাত করতেও সক্ষম। নিশানা অব্যর্থ। অন্যদিকে বিশেষজ্ঞ দের মতে F-16 আরও বেশি অস্ত্র বহনে সক্ষম। এই জেটে আছে অত্যাধুনিক এম ৬১ ভালকান ক্যানন রিভলভার,  যা মিনিটে ছ'হাজার গুলি ছুঁড়তে সক্ষম। এছাড়া অনেক সংখ্যক মিসাইল, বোমা ও ইলেক্ট্রনিক্স জ্যামার বহনে সক্ষম।


মিরাজ - ২০০০ সর্বাধিক ১৮৫০ কিমি দূরের লক্ষ্যবস্তু কে অব্যর্থ নিশানা করতে পারে। সেতুলনায় F-16,   ৯০৭ কেজি ওজনের দু'টি বোমা কে ১৩৭০ কিমি দূরে ছুঁড়তে পারে।

তবে সবশেষে, ভারতের আছে দক্ষ এয়ার কমান্ড্যার।

আরও পড়ুন : জেনে নিন ভারতে ধ্বংশ হওয়া পাকিস্তানের F 16 যুদ্ধ বিমান সম্পর্কে

প্রতিদিন আমাদের নিউজ অ্যালার্ট পেতে এখুনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - https://t.me/todaybengalinews