মিগ যুদ্ধ বিমান ধ্বংসের আগে শেষ রেডিও মেসেজে কি বলেছিলেন অভিনন্দন
Admin - March 03, 2019 -
ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
মিগ যুদ্ধ বিমান ধ্বংসের আগে শেষ রেডিও মেসেজে কি বলেছিলেন অভিনন্দন
টু'ডে বেঙ্গলি নিউজ : মিগ বিমান নিয়ে F-16 এর মত অত্যাধুনিক বিমান কেও ধ্বংশ করে দিয়েছে ভারতরের বীর অভিনন্দন বর্তমান। গত ২৭ ফ্রেব্রুয়ারী যখন পাকিস্তান F-16 নিয়ে ভারতের সীমায় প্রবেশ করে, তখন মিগ বিমান নিয়ে প্রত্যাঘাত করে ভারত। সূত্রের খবর, মিগ বিমান থেকে মিসাইল R-73 ছোড়া হয়, পাকিস্তানের F-16 লক্ষ্য করে। এবং সাথে সাথেই তিনি বুঝতে পারেন মিগের দিকেও আঘাত আসতে পারে। বিমান থেকে প্যারাসুট ঝাঁপিয়ে পড়ার আগে কাম্যান্ডার অভিনন্দন বলেন, ' R-73 selected', আর এর পরই তার বিমানে আঘাত আসে।
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
টু'ডে বেঙ্গলি নিউজ : মিগ বিমান নিয়ে F-16 এর মত অত্যাধুনিক বিমান কেও ধ্বংশ করে দিয়েছে ভারতরের বীর অভিনন্দন বর্তমান। গত ২৭ ফ্রেব্রুয়ারী যখন পাকিস্তান F-16 নিয়ে ভারতের সীমায় প্রবেশ করে, তখন মিগ বিমান নিয়ে প্রত্যাঘাত করে ভারত। সূত্রের খবর, মিগ বিমান থেকে মিসাইল R-73 ছোড়া হয়, পাকিস্তানের F-16 লক্ষ্য করে। এবং সাথে সাথেই তিনি বুঝতে পারেন মিগের দিকেও আঘাত আসতে পারে। বিমান থেকে প্যারাসুট ঝাঁপিয়ে পড়ার আগে কাম্যান্ডার অভিনন্দন বলেন, ' R-73 selected', আর এর পরই তার বিমানে আঘাত আসে।
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি