"পাকিস্তানে নেই জইশের অস্তিত্ব", জইশ-ই-মহম্মদ নিয়ে ফের পাকিস্তানের ডিগবাজি
Admin - March 06, 2019 -
ট্রেন্ডিং ভারত-পাক
"পাকিস্তানে নেই জইশের অস্তিত্ব", জইশ-ই-মহম্মদ নিয়ে ফের পাকিস্তানের ডিগবাজি
টু'ডে বেঙ্গলি নিউজ : ফের একবার নিজেদের নিলজ্জ, মিথ্যেবাদিতার মুখ দেখাল পাকিস্তান। একটি দেশের যখন মস্তিষ্ক বিকৃতি হয়, তখনি এরকম ঘটনা ঘটে। গত দিন পর্যন্ত পাকিস্তান বলে এসেছে 'জইশ-ই- মহাম্মদ' পাকিস্তানে আছে।মাসুদ আজাহারের আত্মীয় স্বজন সহ প্রায় ৪০ জন কে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে পাক বিদেশ মন্ত্রী নিজেই বলেছিলেন , মাসুদ আজাহার পাকিস্তানে রয়েছে এবং সে খুবই অসুস্থতার মধ্যে।
কিন্তু আজ পাক সেনার কথায় ভিন্ন সুর। পাক সেনার প্রধানের পক্ষ থেকে এক সাংবাদিক সন্মেলনে বলা হয়েছে, " পাকিস্তানের জইশের কোনো অস্তিত্ব নেই। "
সত্যি! ভারত ও অনান্য দেশের চাপে পাকিস্তান এখন পাগল হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছে। কে কখন কোন মন্তব্য করে চলেছে, তার কোনো ভিত্তি নেই।
আরও পড়ুন : টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!
টু'ডে বেঙ্গলি নিউজ : ফের একবার নিজেদের নিলজ্জ, মিথ্যেবাদিতার মুখ দেখাল পাকিস্তান। একটি দেশের যখন মস্তিষ্ক বিকৃতি হয়, তখনি এরকম ঘটনা ঘটে। গত দিন পর্যন্ত পাকিস্তান বলে এসেছে 'জইশ-ই- মহাম্মদ' পাকিস্তানে আছে।মাসুদ আজাহারের আত্মীয় স্বজন সহ প্রায় ৪০ জন কে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে পাক বিদেশ মন্ত্রী নিজেই বলেছিলেন , মাসুদ আজাহার পাকিস্তানে রয়েছে এবং সে খুবই অসুস্থতার মধ্যে।
কিন্তু আজ পাক সেনার কথায় ভিন্ন সুর। পাক সেনার প্রধানের পক্ষ থেকে এক সাংবাদিক সন্মেলনে বলা হয়েছে, " পাকিস্তানের জইশের কোনো অস্তিত্ব নেই। "
সত্যি! ভারত ও অনান্য দেশের চাপে পাকিস্তান এখন পাগল হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছে। কে কখন কোন মন্তব্য করে চলেছে, তার কোনো ভিত্তি নেই।
আরও পড়ুন : টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!