Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

"পাকিস্তানে নেই জইশের অস্তিত্ব", জইশ-ই-মহম্মদ নিয়ে ফের পাকিস্তানের ডিগবাজি

Admin - March 06, 2019 - ট্রেন্ডিং ভারত-পাক
"পাকিস্তানে নেই জইশের অস্তিত্ব", জইশ-ই-মহম্মদ নিয়ে ফের পাকিস্তানের ডিগবাজি 



টু'ডে বেঙ্গলি নিউজ : ফের একবার নিজেদের নিলজ্জ,  মিথ্যেবাদিতার মুখ দেখাল পাকিস্তান। একটি দেশের যখন মস্তিষ্ক বিকৃতি হয়, তখনি এরকম ঘটনা ঘটে।  গত দিন পর্যন্ত পাকিস্তান বলে এসেছে 'জইশ-ই- মহাম্মদ' পাকিস্তানে আছে।মাসুদ আজাহারের আত্মীয়  স্বজন সহ প্রায় ৪০ জন কে  গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে পাক বিদেশ মন্ত্রী নিজেই বলেছিলেন ,  মাসুদ আজাহার পাকিস্তানে রয়েছে এবং সে খুবই অসুস্থতার মধ্যে।

কিন্তু আজ পাক সেনার কথায় ভিন্ন সুর। পাক সেনার প্রধানের  পক্ষ থেকে এক সাংবাদিক সন্মেলনে বলা হয়েছে, " পাকিস্তানের জইশের কোনো অস্তিত্ব নেই।  "
সত্যি! ভারত ও অনান্য দেশের  চাপে পাকিস্তান এখন পাগল হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছে। কে কখন কোন মন্তব্য করে চলেছে, তার কোনো ভিত্তি নেই।

 আরও পড়ুন টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!