Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন

Admin - March 07, 2019 - ট্রেন্ডিং ভারত-পাক, ভাইরাল ভিডিও
নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান!  দেখে নিন


ইমরান খান



টু'ডে বেঙ্গলি নিউজ : বীর অভিনন্দন বর্তমান কে ধরার পর পাকিস্তান আর্মি যে জোর করিয়ে, নিজেদের দেশ সম্পর্কে ও পাকিস্তান আর্মি সম্পর্কে ভালো ভালো কথা বলিয়ে নিয়েছে, সে ভিডিও তো আপনারা দেখেছেন। চল্লিশ বার কাট, এডিট করে, সেই ভিডিও পাকিস্তান সরকার নিজেদের ওয়েব সাইটে ও টুইটারে প্রকাশ করেছিল। একটি বাচ্চাও দেখে বলে দিতে পারবে ভিডিও টি কতবার কাট করা হয়েছে! সেটি সারা বিশ্বের কাছে জানাজানি হয়ে যাওয়ার পর,  ভিডিও টি ও সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের যুবা পিছিয়ে থাকবে কেন! তারাও যোগ্য জবাব দিয়েছে। ইতিমধ্যে ইমরান খানের দু'টি ভিডিও টুইটারে ভাইরাল। দেখে নিন, নিজের দেশ সম্পর্কে কি বলছে, ইমরান খান! টু'ডে বেঙ্গলি নিউজ তাদের পাঠকদের জন্যে নীচে সেই ভিডিও দু'টি দিল -

পোস্ট টি শেয়ার করবেন অবশ্যই।