সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
Admin - March 10, 2019 -
ট্রেন্ডিং স্পোর্টস, ব্রেকিং নিউজ
সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
টু'ডে বেঙ্গলি নিউজ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে, সেনা বাহিনীর টুপি পরে নেমেছিল ভারত, পুলওয়ামায় ঘটে যাওয়া শহীদ সৈনিক দের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু সেখানেও বিতর্ক তৈরী করল পাকিস্তান। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রীর কথায়, ভারত ক্রিকেট মাঠে রাজনীতি করছে। অবিলম্বে ভারতীয় ক্রিকেটার দের শাস্তির দাবি করেছেন আইসিসি তে।
তিনি টুইটারে লিখেছেন, এটা ক্রিকেট হতে পারে না। খেলা কে নিয়ে রাজনীতি করছে ভারত। আইসিসি কড়া পদক্ষেপ চাই । আর ভারত এসব বন্ধ না করলে, পাকিস্তান দল ও কালো ব্যাজ পরে নামবে। কাশ্মীরে ভারতের অত্যাচার কে সারা বিশ্ব কে জানানোর জন্য।
এদিন শুধু টুপি পরা নয়, এদিনের ম্যাচের পারিশ্রমিক পুলওয়ামায় শহীদদের পরিবারের, সেনা তহবিলে দান করেন।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
অনান্য নিউজ :
আরও পড়ুন : মহিলা বনকর্মীদের জন্যে সুখবর! রাজ্য দিচ্ছে স্কুটি
আরও পড়ুন : "বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
টু'ডে বেঙ্গলি নিউজ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে, সেনা বাহিনীর টুপি পরে নেমেছিল ভারত, পুলওয়ামায় ঘটে যাওয়া শহীদ সৈনিক দের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু সেখানেও বিতর্ক তৈরী করল পাকিস্তান। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রীর কথায়, ভারত ক্রিকেট মাঠে রাজনীতি করছে। অবিলম্বে ভারতীয় ক্রিকেটার দের শাস্তির দাবি করেছেন আইসিসি তে।
তিনি টুইটারে লিখেছেন, এটা ক্রিকেট হতে পারে না। খেলা কে নিয়ে রাজনীতি করছে ভারত। আইসিসি কড়া পদক্ষেপ চাই । আর ভারত এসব বন্ধ না করলে, পাকিস্তান দল ও কালো ব্যাজ পরে নামবে। কাশ্মীরে ভারতের অত্যাচার কে সারা বিশ্ব কে জানানোর জন্য।
এদিন শুধু টুপি পরা নয়, এদিনের ম্যাচের পারিশ্রমিক পুলওয়ামায় শহীদদের পরিবারের, সেনা তহবিলে দান করেন।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
অনান্য নিউজ :
আরও পড়ুন : মহিলা বনকর্মীদের জন্যে সুখবর! রাজ্য দিচ্ছে স্কুটি
আরও পড়ুন : "বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী