"সাধরন মানুষের উপর হামলা চালালে ছাড়ব না" ভারতীয় সেনার হুশিয়ারি আজ
Admin - March 06, 2019 -
ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
"সাধরন মানুষের উপর হামলা চালালে ছাড়ব না" ভারতীয় সেনার হুশিয়ারি আজ
টু'ডে বেঙ্গলি নিউজ : সীমান্তে এখনও লাগাতার বোমা, গুলি, মার্টার চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত, কৃষ্ণাঘাটি, সুন্দারবানি এলাকায় এখনও লাগাতার পাক বোমা, গুলি চালছে পাকিস্তানের পক্ষ থেকে। তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। কিন্তু আজ ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, যদি অনৈতিক ভাবে সাধরন মানুষের উপর এই ভাবে হামলা করা হয়, তাহলে ছেড়ে কথা বলা হবে না। যত তাড়াতাড়ি পাকিস্তান এটা বন্ধ করবে তত মঙ্গল।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
প্রসঙ্গত, যেদিন থেকে ১০০০ কেজি বোমা পাকিস্তানের উপর ফেলেছে ভারতের বায়ুসেনা, সেদিন থেকে সীমান্তে অনৈতিক ভাবে পাকিস্তান থেকর গুলি, মর্টার চালাচ্ছে। ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিয়েছে। কিন্তু আজ সহ্যের সীমা পেরিয়ে বড় হুশিয়ারি দিল ভারতীয় সেনা।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের
টু'ডে বেঙ্গলি নিউজ : সীমান্তে এখনও লাগাতার বোমা, গুলি, মার্টার চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত, কৃষ্ণাঘাটি, সুন্দারবানি এলাকায় এখনও লাগাতার পাক বোমা, গুলি চালছে পাকিস্তানের পক্ষ থেকে। তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। কিন্তু আজ ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, যদি অনৈতিক ভাবে সাধরন মানুষের উপর এই ভাবে হামলা করা হয়, তাহলে ছেড়ে কথা বলা হবে না। যত তাড়াতাড়ি পাকিস্তান এটা বন্ধ করবে তত মঙ্গল।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
প্রসঙ্গত, যেদিন থেকে ১০০০ কেজি বোমা পাকিস্তানের উপর ফেলেছে ভারতের বায়ুসেনা, সেদিন থেকে সীমান্তে অনৈতিক ভাবে পাকিস্তান থেকর গুলি, মর্টার চালাচ্ছে। ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিয়েছে। কিন্তু আজ সহ্যের সীমা পেরিয়ে বড় হুশিয়ারি দিল ভারতীয় সেনা।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের