Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে?

Admin - March 10, 2019 - ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে? 



হোয়াটসঅ্যাপ বাংলা



টু'ডে বেঙ্গলি নিউজ :  বর্তমান দিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এরকম স্মার্ট ফোন ব্যবহার কারী নেই বললেই চলে। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ,  আমাদের যোগাযোগের একটি গুরুত্বপূর্ন মাধ্যম হয়ে উঠেছে।  বর্তমানে হোয়াটসঅ্যাপ  ভারতের ১০ টি লোকাল ভাষা সাপোর্ট করে - বাংলা, হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মারাঠি, উর্দু, গুজরাটি, কানাডা, এবং মালায়লাম।

এখানে স্টেপ বাই স্টেট দেখাব, আপনি কিভাবে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন -

১। আপনার হোয়াটসঅ্যাপ টি ওপেন করুন

২। মেনু বাটন প্রেস করুন

৩। সেটিংস এ যান

৪। চ্যাট অপসানে ক্লিক করুন এবং সিলেক্ট অ্যাপ ল্যাঙ্গুয়েজ।

৫। আপনার ল্যাঙ্গুয়েজ বাছুন।

একটি গুরুত্বপূর্ন  কথা মনে রাখবে, হোয়াটসঅ্যাপ,  আপনার ফোনের ভাষা অনুসরন করেন। যদি আপনার ফোন ল্যাঙ্গুয়েজ, পরিবর্তন করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ এর ভাষা ও পরিবর্তন হবে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

অনান্য সোশাল টেক নিউজ :