Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ক্রাইস্টচার্চ মৃতদের শ্রদ্ধা জানাতে 'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড বাসীরা (ভিডিও)

Admin - March 18, 2019 - ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব, ভাইরাল নিউজ, ভাইরাল ভিডিও
ক্রাইস্টচার্চ মৃতদের শ্রদ্ধা জানাতে 'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড বাসীরা (ভিডিও)


'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড


টু'ডে বেঙ্গলি নিউজ : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাবাদীর হামলায় মৃত দের শ্রদ্ধা জানাল নিউজিল্যান্ড বাসী। নিউজিল্যান্ডের 'মাওরি' উপজাতির জনপ্রিয় ট্রাডিশনাল ডান্স 'হাকা' (Haka) পারফর্ম করল নিউজিল্যান্ডের বাচ্চা থেকে সব বয়েসিরা রাস্তায় রাস্তায় ফুলের মালা রেখে তারা 'হাকা' ড্যান্স পরিবেশন করল সবাই। ইতি মধ্যে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। নীচে সেই ভিডিও দেওয়া হল।

প্রসঙ্গত ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে একটি কালোতম দিন। যে দেশে সারা বছরে, ৩৫ টি খুনের ঘটনা ঘটে, সেই দেশে এই বারেই ৪৯ টি খুনে, সারা দেশের মানুষ হতবম্বিত। মৃত দের প্রতি তাই শ্রদ্ধা জানাতে ভোলেনি, নিউজিল্যান্ড বাসী।