Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এবার সরকারি কর্মচারী দের ঝকঝকে ফ্লাট দেবে রাজ্য সরকার

Admin - March 05, 2019 - রাজ্যের নিউজ
এবার সরকারি কর্মচারী দের ঝকঝকে ফ্লাট দেবে রাজ্য সরকার



টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভা ভোটের মুখেই নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের শীর্ষ  উচ্চপদস্ত আধিকারিক জন্যে সুখবর। তিনটি বড় শহরে  রাজ্যের ডব্লিউবিসিএস অফিসার দের জন্যে ফ্লাট তৈরী করতে জমি বরাদ্দ করল রাজ্য সরকার।

নবান্ন সূত্রে বলা হয়েছে, এই ফ্লাট তৈরী হবে নিউটাউন, দুর্গাপুর ও শিলিগুড়ি তে। জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জি + ১০ আবাসনে ৪০০ টি করে ফ্লাট থাকবে। নিউটাউনে ৫.৪১ একর জমির উপর তৈরী হবে আবাসন।

আরও পড়ুন : উরি'র পর বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েও এবার সিনেমা আসছে বলিউডে