কলকাতা মেট্রো রেল যাত্রীদের জন্যে সুখবর!
Admin - March 04, 2019 -
রাজ্যের নিউজ
কলকাতা মেট্রো রেল যাত্রীদের জন্যে সুখবর!
টু'ডে বেঙ্গলি নিউজ : কলকাতা মেট্রোরেল যাত্রীদের জন্যে নতুন বছরে সুখবর শোনালো মেট্রোরেল কতৃপক্ষ। গত রাতে চীন থেকে এল উন্নত প্রযুক্তির মেট্রো রেক। ২০২০ সালের মধ্যে মোট ১৪ টি রেক আসবে কলকাতায়। উন্নত প্রযুক্তির এই রেকে আছে, আটটি করে কোচ। এবং এই রেক গুলি তৈরী করেছে চীনের ডালিয়ান কোম্পানী। এছাড়া এই রেক গুলির প্রতি কোচে সিসিটিভি ক্যামেরা আছে এবং প্রতি কোচের যাত্রীদের, ড্রাইভারের সাথে কথা বলার সুবিধে থাকবে।
আরও পড়ুন : মিগ যুদ্ধ বিমান ধ্বংসের আগে শেষ রেডিও মেসেজে কি বলেছিলেন অভিনন্দন
সম্প্রতি কলকাতা মেট্রোতে বিভ্রাটের কারনের এই নতুন রেক আনা হয়েছে, তার সমস্যার সমাধানের জন্যে। তবে প্রাথমিক ভাবে রেকটি কে এখন নোয়াপাড়া মেট্রো শেডে পাঠানো হয়েছে। সেখানে চলবে ট্রায়াল। তারপর রেল কতৃপক্ষের সার্টিফিকেট পেলেই, অানুষ্টানিক ভাবে চালু হবে নতুন মেট্রো রেল।
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
টু'ডে বেঙ্গলি নিউজ : কলকাতা মেট্রোরেল যাত্রীদের জন্যে নতুন বছরে সুখবর শোনালো মেট্রোরেল কতৃপক্ষ। গত রাতে চীন থেকে এল উন্নত প্রযুক্তির মেট্রো রেক। ২০২০ সালের মধ্যে মোট ১৪ টি রেক আসবে কলকাতায়। উন্নত প্রযুক্তির এই রেকে আছে, আটটি করে কোচ। এবং এই রেক গুলি তৈরী করেছে চীনের ডালিয়ান কোম্পানী। এছাড়া এই রেক গুলির প্রতি কোচে সিসিটিভি ক্যামেরা আছে এবং প্রতি কোচের যাত্রীদের, ড্রাইভারের সাথে কথা বলার সুবিধে থাকবে।
আরও পড়ুন : মিগ যুদ্ধ বিমান ধ্বংসের আগে শেষ রেডিও মেসেজে কি বলেছিলেন অভিনন্দন
সম্প্রতি কলকাতা মেট্রোতে বিভ্রাটের কারনের এই নতুন রেক আনা হয়েছে, তার সমস্যার সমাধানের জন্যে। তবে প্রাথমিক ভাবে রেকটি কে এখন নোয়াপাড়া মেট্রো শেডে পাঠানো হয়েছে। সেখানে চলবে ট্রায়াল। তারপর রেল কতৃপক্ষের সার্টিফিকেট পেলেই, অানুষ্টানিক ভাবে চালু হবে নতুন মেট্রো রেল।
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
প্রতিদিন আমাদের নিউজ অ্যালার্ট পেতে এখুনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - https://t.me/todaybengalinews