মহিলা বনকর্মীদের জন্যে সুখবর! রাজ্য দিচ্ছে স্কুটি
Admin - March 09, 2019 -
ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
মহিলা বনকর্মীদের জন্যে সুখবর! রাজ্য দিচ্ছে স্কুটি
টু'ডে বেঙ্গলি নিউজ : আন্তর্জাতিক নারী দিবসে মহিলা বন কর্মী দের জন্যে সু'খবর দিল রাজ্য সরকার। বন দপ্তরের মহিলা কর্মীদের যাতায়াতের জন্যে স্কুটি দিচ্ছে রাজ্য সরকার। ইতি মধ্যে ৪৮ টি স্কুটি বনদপ্তরের কাছে পৌঁছে গেছে। এই মুহুর্তে রাজ্যে রেঞ্জ বা বিট অফিসে প্রায় ১৫০ এর মত মহিলা বনকর্মী কাজ করে, যাদের রোজ ফিল্ডে যেতে হয় বিভিন্ন কাজে। বাইকের ব্যবস্থা থাকলেও তা মহিলাদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়ায়। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুটি তুলে দেওয়া হল।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল, এন কে পান্ডা জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মহিলা বনকর্মীদের হাতে এই স্কুটি তুলে দেওয়া হবে। শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলায় সেই স্কুটি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
অনান্য নিউজ :
আরও পড়ুন : "বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা
টু'ডে বেঙ্গলি নিউজ : আন্তর্জাতিক নারী দিবসে মহিলা বন কর্মী দের জন্যে সু'খবর দিল রাজ্য সরকার। বন দপ্তরের মহিলা কর্মীদের যাতায়াতের জন্যে স্কুটি দিচ্ছে রাজ্য সরকার। ইতি মধ্যে ৪৮ টি স্কুটি বনদপ্তরের কাছে পৌঁছে গেছে। এই মুহুর্তে রাজ্যে রেঞ্জ বা বিট অফিসে প্রায় ১৫০ এর মত মহিলা বনকর্মী কাজ করে, যাদের রোজ ফিল্ডে যেতে হয় বিভিন্ন কাজে। বাইকের ব্যবস্থা থাকলেও তা মহিলাদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়ায়। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুটি তুলে দেওয়া হল।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল, এন কে পান্ডা জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মহিলা বনকর্মীদের হাতে এই স্কুটি তুলে দেওয়া হবে। শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলায় সেই স্কুটি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
অনান্য নিউজ :
আরও পড়ুন : "বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে" নারী দিবসে আর কি বললেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
আরও পড়ুন : নগ্ন করে তল্লাশি পরীক্ষাকেন্দ্রে, ভয়ে আত্মঘাতী হল ছাত্রী
আরও পড়ুন : ৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
আরও পড়ুন : "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা