Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

'প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন মহিলা ' বললেন নাসার প্রধান

Admin - March 13, 2019 - টেকনোলজি, ব্রেকিং নিউজ
'প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন মহিলা ' বললেন নাসার প্রধান


প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন মহিলা


টু'ডে বেঙ্গলি নিউজ : মঙ্গল মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখবেন একজন মহিলা - এরকমই বললেন নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন।

টেকনোলজি বিষয়ক এক রেডিও টক শো ' সায়েন্স ফ্রাইডে ' তে ব্রিডেনস্টাইন  বলেন,  চাঁদের মাটিতে পরবর্তী মানুষ হিসেবে মহিলা যাচ্ছেন এবং  এটিও সত্য  প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে  মহিলা ই যাবেন।

তবে কোন মহিলা যাবেন, সেটি তিনি বলেন নি। তবে তিনি জানান, নাসার আগামী পরিকল্পনায় মহিলারাই প্রতি নিধিত্ব করবেন।

আরও পড়ুন এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম


নাসা এ'মাসের শেষে এই প্রথম শুধু মহিলা মহাকাশচারী স্পেসওয়ার্ক এ পাঠাবে। অ্যানা ম্যাক্লেন এবং ক্রিস্টিনা নচ এই স্পেস ওয়ার্কে থাকবেন। প্রায় ৭ ঘন্টা হবে মহাকাশে এই পরিক্রমা।

এপ্রসঙ্গে নাসার প্রধান ব্রিডেনস্টাইন জানান, বিশ্ব মহিলা দিবস মাসে, এটি একটি খুবই গুরুত্বপূর্ন ঘটনা।

১৯৭৮ সালে নাসায় শুরুতেই মাত্র ৬ জন মহিলা মহাকাশচারী ছিলেন। কিন্তু এখন প্রায় ৩৪ শতাংশ মহিলা নাসায় সক্রিয়ভাবে মহাকাশ অভিযানে অংশগ্রহন করে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের