'প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন মহিলা ' বললেন নাসার প্রধান
Admin - March 13, 2019 -
টেকনোলজি, ব্রেকিং নিউজ
'প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন মহিলা ' বললেন নাসার প্রধান
টু'ডে বেঙ্গলি নিউজ : মঙ্গল মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখবেন একজন মহিলা - এরকমই বললেন নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন।
টেকনোলজি বিষয়ক এক রেডিও টক শো ' সায়েন্স ফ্রাইডে ' তে ব্রিডেনস্টাইন বলেন, চাঁদের মাটিতে পরবর্তী মানুষ হিসেবে মহিলা যাচ্ছেন এবং এটিও সত্য প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে মহিলা ই যাবেন।
তবে কোন মহিলা যাবেন, সেটি তিনি বলেন নি। তবে তিনি জানান, নাসার আগামী পরিকল্পনায় মহিলারাই প্রতি নিধিত্ব করবেন।
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
নাসা এ'মাসের শেষে এই প্রথম শুধু মহিলা মহাকাশচারী স্পেসওয়ার্ক এ পাঠাবে। অ্যানা ম্যাক্লেন এবং ক্রিস্টিনা নচ এই স্পেস ওয়ার্কে থাকবেন। প্রায় ৭ ঘন্টা হবে মহাকাশে এই পরিক্রমা।
এপ্রসঙ্গে নাসার প্রধান ব্রিডেনস্টাইন জানান, বিশ্ব মহিলা দিবস মাসে, এটি একটি খুবই গুরুত্বপূর্ন ঘটনা।
১৯৭৮ সালে নাসায় শুরুতেই মাত্র ৬ জন মহিলা মহাকাশচারী ছিলেন। কিন্তু এখন প্রায় ৩৪ শতাংশ মহিলা নাসায় সক্রিয়ভাবে মহাকাশ অভিযানে অংশগ্রহন করে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
টু'ডে বেঙ্গলি নিউজ : মঙ্গল মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখবেন একজন মহিলা - এরকমই বললেন নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন।
টেকনোলজি বিষয়ক এক রেডিও টক শো ' সায়েন্স ফ্রাইডে ' তে ব্রিডেনস্টাইন বলেন, চাঁদের মাটিতে পরবর্তী মানুষ হিসেবে মহিলা যাচ্ছেন এবং এটিও সত্য প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে মহিলা ই যাবেন।
তবে কোন মহিলা যাবেন, সেটি তিনি বলেন নি। তবে তিনি জানান, নাসার আগামী পরিকল্পনায় মহিলারাই প্রতি নিধিত্ব করবেন।
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
নাসা এ'মাসের শেষে এই প্রথম শুধু মহিলা মহাকাশচারী স্পেসওয়ার্ক এ পাঠাবে। অ্যানা ম্যাক্লেন এবং ক্রিস্টিনা নচ এই স্পেস ওয়ার্কে থাকবেন। প্রায় ৭ ঘন্টা হবে মহাকাশে এই পরিক্রমা।
এপ্রসঙ্গে নাসার প্রধান ব্রিডেনস্টাইন জানান, বিশ্ব মহিলা দিবস মাসে, এটি একটি খুবই গুরুত্বপূর্ন ঘটনা।
১৯৭৮ সালে নাসায় শুরুতেই মাত্র ৬ জন মহিলা মহাকাশচারী ছিলেন। কিন্তু এখন প্রায় ৩৪ শতাংশ মহিলা নাসায় সক্রিয়ভাবে মহাকাশ অভিযানে অংশগ্রহন করে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের