Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

জেনে নিন ভারতে ধ্বংশ হওয়া পাকিস্তানের F 16 যুদ্ধ বিমান সম্পর্কে

Admin - March 03, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক
 জেনে নিন ভারতে ধ্বংশ হওয়া পাকিস্তানের  F 16  যুদ্ধ বিমান সম্পর্কে



টু'ডে বেঙ্গলি নিউজ : F 16 ফাইটিং ফালকন হল একটি একক ইঞ্জিন সুপারসনিক যুদ্ধ বিমান। এটি মূলত জেনারেল ডায়রামিক্স দ্বারা তৈরী হয়েছে মার্কিন বিমান বাহিনীর জন্য। ১৯৭৬ সালে এই F 16 বিমান অনুমোদন হওয়ার পর, ৪,৫০০ এয়ারক্রাফ্ট তৈরী হয়েছে। যদিও বর্তমানে রপ্তানি গ্রাহকের জন্যে উন্নত সংষ্করন তৈরী করা হচ্ছে। F-16 বিমানে ৮০% বিমান গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়েস, ৮% ইস্পাত, ৩% যৌগিক, ও ১.৫% টাইটিনিয়াম দিয়ে তৈরী। প্রসঙ্গত, পাকিস্তান কে শর্তসাপেক্ষ ভাবে এই যুদ্ধ বিমান বিক্রি করে আমেরিকা, যে শুধু মাত্র জঙ্গী দমন করতে এই বিমান ব্যবহার করা যাবে।

এবার জেনে নিন, F 16 সম্পর্কে কিছু তথ্য -

  • ভূমিকা - মাল্টিরোল যোদ্ধা,  এয়ার সুপিরিয়র যোদ্ধা।
  • মূল দেশ - মার্কিন যুক্ত রাস্ট্র।
  • প্রস্তুত কারক - জেনারেল ডায়নামিক্স ( এখন লকহিড মার্টিন)
  • প্রথম ব্যবহার - ১৭৭৪ সালে ২০ জানুয়ারী ( আনঅফিসিয়াল)
  • ১৯৭৪ সালের ২ ফ্রেব্রুয়ারী ( অফিসিয়াল)
  • প্রাথমিক ভাবে ব্যবহার কারী - মার্কিন যুক্ত রাস্ট্র বিমানবাহিনী।
  • সংখ্যা - ৪,৬০৪ ( জুন, ২০১৮ পর্যন্ত)
  • ইউনিট খরচ - F -16 A/B,  ১৪.৬ মিলিয়ন ডলার।
  • F-16 C/D,  ১৮.৮ মিলিয়ন ডলার।