Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

লোকসভা ভোটের কারনে পরীক্ষার দিন বদল হচ্ছে না

Admin - March 13, 2019 - এডুকেসন
লোকসভা ভোটের কারনে পরীক্ষার দিন বদল হচ্ছে না 





টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভা ভোটের কারনে পরীক্ষার দিন বদল হবে না জানিয়ে দিল কল্যানী বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থীদের মনে একটা সংশয় ছিল যে, লোকসভা ভোটের কারনে পরীক্ষা পিছিয়ে পারে, কিন্তু সেটি হচ্ছে না। বিএ, বিএসসি, বিকম অনার্স, জেনারেল পার্ট ৩ পরীক্ষার দিন ক্ষন পরিবর্তন হবে না বরং ভোটের আগে হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস জানান, যেদিন নির্বাচনের দিন ঘোষনা হচ্ছে, তার পর আমরা  পরীক্ষার তারিখ তৈরী করেছি। সেই হিসেবে ২৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

তাই কল্যানী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে কোনো কারন নেই।
 প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ভোটের জন্যে কি SSC নিয়োগ বন্ধ থাকবে? কি বলল কমিশন?
আরও পড়ুন ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের