মারা গেলেন মথুয়া মহাসংঘের "বড়মা "
Admin - March 05, 2019 -
রাজ্যের নিউজ
মারা গেলেন মথুয়া মহাসংঘের "বড়মা "
টু'ডে বেঙ্গলি নিউজ : মারা গেলেন মথুয়া মহা সংঘের বীনাপানি দেবী। যিনি "বড়মা " নামেই সবার কাছে পরিচিত ছিলেন। কিছুক্ষন আগের এসএসকেএম হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর প্রকাশ হয়। তিনি বেশ কিছুদিন ধরে মারত্মক অসুস্থ ছিলেন। তার মৃত্যু শোকে বিভিন্ন রাজনৈতিক নেতারা হাসপাতালে হাজির হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর রাত ৮.৫২ মিনিটে তিনি মারা যান।
আরও পড়ুন : এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের
আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
ফাইলচিত্র |
টু'ডে বেঙ্গলি নিউজ : মারা গেলেন মথুয়া মহা সংঘের বীনাপানি দেবী। যিনি "বড়মা " নামেই সবার কাছে পরিচিত ছিলেন। কিছুক্ষন আগের এসএসকেএম হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর প্রকাশ হয়। তিনি বেশ কিছুদিন ধরে মারত্মক অসুস্থ ছিলেন। তার মৃত্যু শোকে বিভিন্ন রাজনৈতিক নেতারা হাসপাতালে হাজির হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর রাত ৮.৫২ মিনিটে তিনি মারা যান।
আরও পড়ুন : এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের
আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি