ফের চীনের বাধা, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনায়
Admin - March 14, 2019 -
ব্রেকিং নিউজ
ফের চীনের বাধা, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনায়
টু'ডে বেঙ্গলি নিউজ : ফের আরও একবার মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনায় বাধা দিল চীন। চীনের তরফ থেকে বলা হয়েছে, এই প্রস্তাবের মধ্যে 'যান্ত্রিক ত্রুটি' আছে। পুলওয়ামা ঘটনার পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। কিন্তু চীন পক্ষ থেকে আগেও বাধা এসেছিল, এবং আবারও বাধা এল। রাস্ট্রপুঞ্জ, মাসুদ আজাহারের সম্পত্তি কে ও কালো তালিকায় রাখার কথা বলেছিল।
এই ঘটনা কে ভারত, চীনের নাম না করেই ' অত্যন্ত নৈরাশ্যজনক ' বলে জানিয়েছে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
টু'ডে বেঙ্গলি নিউজ : ফের আরও একবার মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনায় বাধা দিল চীন। চীনের তরফ থেকে বলা হয়েছে, এই প্রস্তাবের মধ্যে 'যান্ত্রিক ত্রুটি' আছে। পুলওয়ামা ঘটনার পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। কিন্তু চীন পক্ষ থেকে আগেও বাধা এসেছিল, এবং আবারও বাধা এল। রাস্ট্রপুঞ্জ, মাসুদ আজাহারের সম্পত্তি কে ও কালো তালিকায় রাখার কথা বলেছিল।
এই ঘটনা কে ভারত, চীনের নাম না করেই ' অত্যন্ত নৈরাশ্যজনক ' বলে জানিয়েছে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের