Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর

Admin - March 16, 2019 - টেকনোলজি, ব্রেকিং নিউজ
ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর


ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন



টু'ডে বেঙ্গলি নিউজ : কার্ড জালিয়াতি রুখতে নয়া সিস্টেম আনল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশের প্রায় ১৬,৫০০  SBI এর ATM থেকে ইয়োনো ( Yono) অ্যাপের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। 'কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল' দেশে এই প্রথম বার।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যেসব ATM এ এই সুবিধা পাওয়া যাবে, সেগুলিকে ইয়োনো ক্যাশ পয়েন্ট বলে চিহ্নিত করা হবে। এই অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে হবে, এবং সেখানে একটি ৬ নম্বরের পিন কোড সেট করতে হবে। যখনি আপনি ATM এ টাকা তুলতে যাবেন, এই ৬ সংখ্যার পিন কোড টাইপ করতে হবে। তখন আপনার ব্যাঙ্কে দেওয়া মোবাইল নম্বরে একটি রেফারেন্স কোড আসবে। সেই কোড টি টাইপ করলেই আপনি টাকা তুলতে পারবেন। তবে এই রেফারেন্স কোড পাওয়ার ৩০ মিনিটের মধ্যে আপনার টাকা তুলতে হবে।

আরও পড়ুন হোয়াটসঅ্যাপে নয়া পদ্ধতিতে টাকা চুরি ! গ্রাহকদের সাবধান করল SBI

সূত্রের খবর, কলকাতার পার্কস্ট্রিট এলাকার কিছু SBI এটিএম এ এই সুবিধা পাওয়া যাবে। এবং ধীরে ধীরে সব ATM গুলিকে আপডেট করা হবে।  পরিসংখ্যনের হিসেবে এখনো পর্যন্ত ১৮ মিলিয়র ডাউনলোড করা হয়ে এই Yono App এবং সক্রিয় ব্যবহারকরীর সংখ্যা ৭ মিলিয়ন। অ্যান্ড্রয়েড ও অ্যাপেল দুই প্লার্টফর্মে এই ব্যবহার করা যাবে।
এরকম আপডেট প্রতিদিন পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

বি:দ্র: তথ্যটি ভ নীচের হোয়াটসঅ্যাপে গিয়ে বন্ধুদের শেয়ার  করুন।

অনান্য সোশাল টেক নিউজ :

আরও পড়ুন হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে?
আরও পড়ুন এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ
আরও পড়ুন সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার