বিরাট কোহেলির আবার বিশ্বরেকর্ড, নতুন পালক যুক্ত হল তার মুকুটে
Admin - March 06, 2019 -
ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং স্পোর্টস, দেশের নিউজ
বিরাট কোহেলির আবার বিশ্বরেকর্ড, নতুন পালক যুক্ত হল তার মুকুটে
টু'ডে বেঙ্গলি নিউজ : বিরাট কোহলি, নামের আরেক অর্থ যেন 'রেকর্ড' হয়ে গেছে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০ তম সেঞ্চুরি করে রিকি পন্টিং কে পিছনে ফেলে দিলেন। সামনে এখন শুধু 'গড অফ ক্রিকেট' শচীন তেন্ডুলকরের ৪৯ টি সেঞ্চুরি।
আরও পড়ুন : এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের
আজ ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচ পূরন হল। অস্ট্রেলিয়ার পর ভারত ই এই ৫০০ ওয়ান ডে ম্যাচ খেলার গন্ডি পেরলো। তবে এদিন বিরাট কোহলি হলি ৯০০০ রান পুর্ন করলেন সবথেকে কম ম্যাচ খেলে। এর আগে এই রেকর্ড ছিল রিকি পন্টিং এর। বিরাট কোহলি ১৫৯ ইনিংস খেলেই ৯০০০ রানে পৌঁছে যান, যেখানে রিকি পন্টিং এর ছিল ২০৩ ইনিংশ।
আরও পড়ুন : মারা গেলেন মথুয়া মহাসংঘের "বড়মা "
আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
টু'ডে বেঙ্গলি নিউজ : বিরাট কোহলি, নামের আরেক অর্থ যেন 'রেকর্ড' হয়ে গেছে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০ তম সেঞ্চুরি করে রিকি পন্টিং কে পিছনে ফেলে দিলেন। সামনে এখন শুধু 'গড অফ ক্রিকেট' শচীন তেন্ডুলকরের ৪৯ টি সেঞ্চুরি।
আরও পড়ুন : এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের
আজ ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচ পূরন হল। অস্ট্রেলিয়ার পর ভারত ই এই ৫০০ ওয়ান ডে ম্যাচ খেলার গন্ডি পেরলো। তবে এদিন বিরাট কোহলি হলি ৯০০০ রান পুর্ন করলেন সবথেকে কম ম্যাচ খেলে। এর আগে এই রেকর্ড ছিল রিকি পন্টিং এর। বিরাট কোহলি ১৫৯ ইনিংস খেলেই ৯০০০ রানে পৌঁছে যান, যেখানে রিকি পন্টিং এর ছিল ২০৩ ইনিংশ।
আরও পড়ুন : মারা গেলেন মথুয়া মহাসংঘের "বড়মা "
আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার