Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

লোকো পাইলট ও টেকনিসিয়ান CBT 2 পরীক্ষার রেজাল্ট তারিখ এবং সময়

Admin - March 08, 2019 - এডুকেসন, ব্রেকিং নিউজ
লোকো পাইলট ও টেকনিসিয়ান CBT 2 পরীক্ষার রেজাল্ট তারিখ এবং সময়


লোকো পাইলট ও টেকনিসিয়ান


টু'ডে বেঙ্গলি নিউজ : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, অ্যাসিস্টান্ট লোকো পাইলট ও টেকনিসায়ান পরীক্ষা সেকেন্ড স্টেজের ফল প্রকাশ হবে মার্চের শেষে।

Indian Express নিউজপেপারে দেওয়া এক বিবৃতি তে রেলওয়ে বোর্ড জানিয়েছে, রেল মিনিস্ট্রি  থেকে গ্রুপ সি রিক্রুটমেন্ট প্রসেসের জন্যে বলা হয়েছে, তাই রেলওয়ে বোর্ড সাইকো টেস্টের জন্যে মেরিট লিস্ট বের করবে মার্চের শেষ সপ্তাহের মধ্যে। তারপর যে সমস্ত প্রার্থীরা সাইকোটেস্ট পাশ করবে, তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে।

এছাড়া রেলওয়ে বোর্ড থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, এই গ্রুপ সি ও ডি এর রিক্রুটমেন্ট সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা হবে।

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।