পাক আকাশে বন্ধ ভারতের বিমান, ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া
Admin - March 19, 2019 -
দেশের নিউজ, ব্রেকিং নিউজ
পাক আকাশে বন্ধ ভারতের বিমান, ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া
টু'ডে বেঙ্গলি নিউজ : বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের আকাশ দিয়ে ভারতের বিমান যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আর তার ফলেই এয়ার ইন্ডিয়ার দূরগামী বিমান গুলি ক্ষতির সম্মুখে পড়েছে, বিশেষ করে যে গুলো পশ্চিমা দেশ নিউইয়র্ক, চিকাগো, ওয়াশিংটন যাওয়ার জন্যে দূরগামী বিমান।
পাক আকাশের ভারতের বিমান বন্ধ হওয়ার ফলে, এয়ার ইন্ডিয়ার বিমান গুলো কে এখন গুজরাটের আকাশ দিয়ে বেরিয়ে, আরব সাগরের উপর দিয়ে ঘুরে পশ্চিমা দেশ গুলিতে যেতে হচ্ছে।এতটা পথ যেতে মাঝে একজায়গায় স্টপজের প্রয়োজন হয়। জ্বালানি পরিবর্তনের জন্যে। এর ফলে ভিয়েনা তে নেমে জ্বালানি পালটাতে হচ্ছে। এবং প্রতিবারের জন্যে তার খরচ হচ্ছে ৫০ লক্ষ টাকা। এ'পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমান ৬০ কোটি টাকা।
টু'ডে বেঙ্গলি নিউজ : বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের আকাশ দিয়ে ভারতের বিমান যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আর তার ফলেই এয়ার ইন্ডিয়ার দূরগামী বিমান গুলি ক্ষতির সম্মুখে পড়েছে, বিশেষ করে যে গুলো পশ্চিমা দেশ নিউইয়র্ক, চিকাগো, ওয়াশিংটন যাওয়ার জন্যে দূরগামী বিমান।
পাক আকাশের ভারতের বিমান বন্ধ হওয়ার ফলে, এয়ার ইন্ডিয়ার বিমান গুলো কে এখন গুজরাটের আকাশ দিয়ে বেরিয়ে, আরব সাগরের উপর দিয়ে ঘুরে পশ্চিমা দেশ গুলিতে যেতে হচ্ছে।এতটা পথ যেতে মাঝে একজায়গায় স্টপজের প্রয়োজন হয়। জ্বালানি পরিবর্তনের জন্যে। এর ফলে ভিয়েনা তে নেমে জ্বালানি পালটাতে হচ্ছে। এবং প্রতিবারের জন্যে তার খরচ হচ্ছে ৫০ লক্ষ টাকা। এ'পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমান ৬০ কোটি টাকা।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন : 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
আরও পড়ুন : কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন : 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
আরও পড়ুন : কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন