Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অভিনন্দন বর্তমানের কাহিনি এবার পাঠ্যসূচী তে অর্ন্তভুক্ত হবে, কোন রাজ্যে?

Admin - March 05, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
 অভিনন্দন বর্তমানের কাহিনি এবার পাঠ্যসূচী তে অর্ন্তভুক্ত হবে, কোন রাজ্যে?


 অভিনন্দন বর্তমানের কাহিনি


টু'ডে বেঙ্গলি নিউজ : বর্তমান সময়ের ভারতের নতুন বীরের কাহিনি জানবে এবার পড়ুয়া।  তার সাহস, দায়িত্ববোধ নিয়ে হইচই পড়ে গেছে সারা বিশ্বে। পাকিস্তানের ডেরায় ধরা পড়ে, বীরের মত শৌর্য নিয়ে কথা বলা, কোন তথ্য না দেওয়া, বীরের মত দেশে ফিরে আসা - এসব থেকে বলতে বাধা নেই বর্তমানের সময়ের জাতীয় হিরো অভিনন্দন বর্তমান। এবার তার পাকিস্তানের কাটানো ৫৫ ঘন্টা অর্ন্তভুক্ত হতে চলেছে পাঠ্য বই য়ে।

 আরও পড়ুন ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি

রাজস্তানের শিক্ষা মন্ত্রী গোবিন্দ সিং টুইট করে জানিয়েছেন,এরকম বীরের কথা,  তার দায়িত্ববোধ, সাহসীকতার কথা আমাদের দেশের ভবিষৎ প্রজন্ম কে জানা উচিত। রাজস্থান সরকারের পাঠ্যসূচী তে এর বীরের ৫৫ ঘন্টার কাহিনী অর্ন্তভূক্ত হবে, তিনি জানালেন। তবে কোন ক্লাসে অভিনন্দন বর্তমানের কাহিনি পড়ানো হবে, সেটি জানানো হয় নি।

শেয়ার করুন এখুনি

 আরও পড়ুন এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের